ওয়েব ডেস্ক : ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে ডেমোক্র্যাটরা।৬৫৮ পাতার প্রকাশিত এক রিপোর্টে বিচারবিভাগীয় কমিটির চেয়ারম্যান ডেরল্ড ন্যাডলার জানিয়েছেন, ‘গনতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপদজনক প্রেসিডেন্ট ট্রাম্প।তাঁর কাজ সংবিধান বিরোধী,সেকারনে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানান তিনি।
আরও পড়ুন : ধীরে ধীরে শান্ত হচ্ছে অসম, শিথিল কার্ফু
তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৪ শে সেপ্টেমবর থেকে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চলছে মার্কিন কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে।২০২০ তে নির্বাচনে তার বিরুদ্ধে প্রার্থী হওয়া ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।এছাড়া এই বিষয়ে তদন্ত শুরু করার সময় তাতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডব, দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ধর্ণায় প্রিয়াঙ্কা
বুধবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে কিনা তার ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।সেখানে ট্রাম্পের বিরুদ্ধেই ভোট পড়বে বলে মনে করা হচ্ছে।তবে সেনেটে রিপাবলিকানদের সংখ্যা হাউজ অফ রিপ্রেজেনটেটিভের তুলনায় বেশি।তবে সেখানেও রিপাবলিকানদের ইমপিচমেন্টের পক্ষে ভোট দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে ডেমোক্র্যাটদের তরফে।