Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ল কলেজে গভর্নিং বডি-র বৈঠক বাতিল। ভাইস প্রিন্সিপালের অসুস্থতার কারণে বৈঠক বাতিল।
  • বন্ধ হল অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের শুটিং। টেকনিশিয়ানরা কাজে যোগ না দেওয়ায় শুটিং বন্ধ হয়।
  • সন্দেশখালিতে খুনের ঘটনায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের। SIT গঠন করে তদন্তের নির্দেশ।
  • কসবাকাণ্ডের প্রতিবাদ হাইকোর্টে। বিক্ষোভে দেখান আইনজীবীরা।
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবা ল কলেজ। গভর্নিং বডির সিদ্ধান্ত।
  • গুরুতর অসুস্থ সৌগত রায়। ফুসফুসে সংক্রমণের কারণে স্বাস্থ্যের অবনতি।
  • শো কজের জবাব দিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। দলীয় অনুমতি ছাড়া কালীগঞ্জে নিহত শিশুর বাড়ি যাওয়ার ব্যাখ্যা চেয়েছিল দল।
  • তেলঙ্গানায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম ১৪।
  • কসবাকাণ্ডে সুপ্রিম কোর্টেও মামলার আবেদন। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলার আবেদন।
  • ওমানগামী অয়েল ট্যাঙ্কার ভেসেলে আগুন। ভেসেলে ছিলেন ১৪ জন ভারতীয় ক্রু মেম্বার।
  • বেলগাছিয়ায় মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। কিছু সময় পরে স্বাভাবিক পরিষেবা।
  • কসবা ল কলেজের ঘটনায় হাইকোর্টে ৩টি জনস্বার্থ মামলা। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
  • কসবাকাণ্ড খতিয়ে দেখতে রাজ্যে বিজেপির ফ্যাক্ট-ফাইন্ডিং টিম। দলে সাংসদ বিপ্লব দেব, দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং, মীনাক্ষী লেখী ও রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র।
  • বারাসত-হাসনাবাদ শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। রাস্তা সংস্কারের দাবিতে রেল অবরোধ করেন স্থানীয়রা।
  • জল ছাড়ার পরিমাণ বাড়াল কংসাবতীর সেচ দফতর। বাঁকুড়া ও পুরুলিয়ার উচ্চ অববাহিকায় বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত। 
  • সেন্ট্রাল-চাঁদনি চকের মাঝে ট্র্যাকে জল জমে ব্যাহত হয় পরিষেবা।
  • দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হয় মধ্য কলকাতার একাংশ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোডে জল জমে যায়।
  • অমরনাথযাত্রায় তীর্থযাত্রীদের সুরক্ষায় মাল্টি-লেয়ার্ড নিরাপত্তার আয়োজন CRPF-এর। ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
  • বাংলাদেশের বরিশালের জঙ্গল থেকে অ্যাসিডদগ্ধ মহিলার দেহ উদ্ধার। হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার।
  • তানজানিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা। ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪০, আহত ৩০ জনেরও বেশি।
  • ডিআই অফিসে আজ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডেপুটেশন কর্মসূচি।
  • ভারতের সঙ্গে শীঘ্রই আমেরিকার বাণিজ্য চুক্তির সম্ভাবনা।
  • বঙ্গোপসাগরে নিম্নচাপ। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
  • New Date  
  • New Time  
জয়েশ মডিউল ভাঙল পুলিশ, বাজেয়াপ্ত প্রচুর বিস্ফোরক

17
January 2020

জয়েশ মডিউল ভাঙল পুলিশ, বাজেয়াপ্ত প্রচুর বিস্ফোরক

ওয়েব ডেস্ক: দুটি পৃথক অপারেশনে জম্মু-কাশ্মীরে পাঁচজন সন্ত্রাসবাদীকে পাকড়াও করেছে পুলিশ। সকলেই আল-কায়েদার ছত্রচ্ছায়ায় থাকা জয়েশ-ই-মহম্মদের মডিউলে ছিল। পুলিশি অপারেশনে সেই মডিউল ভেঙে গিয়েছে। সন্ত্রাসবাদীদের গোপন ডেরা থেকে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক, বিস্ফোরক, ডিটোনেটর, অস্ত্রশস্ত্র, ব্যাটারি এবং নাইট্রিক অ্যাসিড পাওয়া গিয়েছে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে তারা ভয়াবহ বিস্ফোরণ ঘটাবে বলেই অত বিস্ফোরক মজুত করেছিল। এ কথা জানিয়েছেন মধ্য কাশ্মীর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজি) বিধি কুমার বিরধি।

আরও পড়ুন : অ্যাপ ক্যাবে ভয়াবহ অভিজ্ঞতা সোনামের, আতঙ্কিত অভিনেত্রী ট্যুইট করলেন

তিনি জানিয়েছেন, এর আগেও শ্রীনগরে সন্ত্রাসবাদী হামলায় এই মডিউল যুক্ত ছিল। ৮ জানুয়ারি শ্রীনগরের সউরা এলাকার হাবাক ক্রসিংয়ে একটা গ্রেনেড হামলা হয়। বেশ কয়েক জন সাধারণ নাগরিক তাতে জখম হন। ঘটনার তদন্তে নামে পুলিশ। সেই তদন্তেই এই মডিউলের খোঁজ মেলে। গোপন সূত্রে খবর পেয়ে সন্ত্রাসবাদীদের একটি ডেরা থেকে দুজনকে পাকড়াও করে পুলিশ। গাড়িচালক এজাজ আহমেদ শেখ এবং ফেরিওয়ালা উমর হামিদ শেখ। দুজনেই হজরতবাল মসজিদ সংলগ্ন মহল্লায় থাকত।

জেরায় এজাজ আহমেদ শেখ এবং উমর হামিদ শেখ স্বীকার করেছে, ৮ জানুয়ারির গ্রেনেড হামলায় তারা জড়িত ছিল। হজরতবাল মসজিদের কাছেই কাশ্মীর বিশ্ববিদ্যালয়। ২০১৯-এর ২৬ নভেম্বর সেখানে যে হামলা হয়েছিল সে ব্যাপারেও ধৃতরা উল্লেখযোগ্য সূত্র দিয়েছে বলে জানিয়েছেন ডিআইজি বিরধি।

আরও পড়ুন : ভ্যানিলা-চকলেটে ঢেকেছে রাস্তা, স্বাদে মুগ্ধ ত্রিশূরবাসী

তাদের দেওয়া সূত্রের ভিত্তিতেই পুলিশ হজরতবাল এলাকায় আবার অপারেশন চালায়। সেই অভিযানে ধরা পড়ে ইমতিয়াজ আহমেদ চিকলা ওরফে ইমরান, সাহিল ফারুক গজরি এবং নাসির মির। চিকলা একটি ক্রীড়াসামগ্রীর দোকান ফেঁদে বসেছিল। গজরি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। নাসির মির ব্যাবসা করত। ধৃত প্রথম দুজনের মতো এই তিন জনও হজরতবাল মসজিদ লাগোয়া মহল্লাতেই থাকত বলে ডিআইজি জানিয়েছেন।

১৯৯৩ সালের অক্টোবরে জঙ্গিরা পবিত্র হজরতবাল মসজিদে ঢুকে বসেছিল। তাদের হটাতে নিরাপত্তা বাহিনী নামে। সেই অপারেশন নিয়ে আন্তর্জাতিক স্তরে হইচই হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গের অভিযোগ তোলে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট হাতে নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানের রাষ্ট্রদূত ভারত সরকার অপরাধী বলে অভিযোগ তোলেন। যদিও তাঁর সেই অভিযোগ পাত্তা পায়নি। বাস্তবে, অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদে ঢুকে বসে-থাকা জঙ্গিরা চাইছিল অপারেশন ব্লু স্টারের মতো হজরতবালেও ভারতের নিরাপত্তা বাহিনী সামরিক অভিযান চালাক। ঐতিহ্যবাহী মসজিদ ক্ষতিগ্রস্ত হোক। তাতে তারা মুসলিম দুনিয়ার সহানুভূতি পাবে। এই হজরতবাল এলাকাতেই থাকত জয়েশ মডিউলের পাঁচ সন্ত্রাসবাদী।

জেরায় পুলিশ জানতে পেরেছে, শ্রীনগরের জনজীবন বিপর্যস্ত করতেই তারা অত বিস্ফোরক মজুত করেছিল। তবে আসল উদ্দেশ্য ছিল সাধারণতন্ত্র দিবসের আগে ধারাবাহিক আইইডি বিস্ফোরণ। নাইট্রিক অ্যাসিড সন্ত্রাসবাদীরা সাধারণত ব্যবহার করে বড় কোনও ইমারত কিংবা ব্রিজ ধসিয়ে দেওয়ার জন্য।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital