Date : 2024-05-01

২ জানুয়ারি থেকে পরিবর্তিত বাসরুটের ফাঁসে শহর!….

কলকাতা:- বছরের শুরুতেই বদলাতে চলেছে শহরের একাধিক বাসরুট। ২ জানুয়ারি থেকেই শহরের একাধিক বাস রুট বদলে দেওয়া হবে। এই বড়সড় রদ বদলের পিছনে কারণ সেই টালাব্রিজ। পুজোর আগে থেকে উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত রুট টালাব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর সমস্যায় পড়েছেন যাত্রী। প্রায় ৪১টি বাসরুট রয়েছে টালাব্রিজের উপর দিয়ে। টালা বন্ধ হওয়ায় বেলগাছিয়া ও কাশিপুর ব্রিজ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। বাসের রুট পরিবর্তন হওয়ায় একদিকে যেমন বিপাকে পড়েছেন যাত্রীরা অন্যদিকে তেলের খরচা বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে মালিকদের। পূর্ত দফতর সূত্রে খবর, আগামী জানুয়ারী মাসেই ভাঙা হবে টালাব্রিজ। ব্রিজ ভাঙার কাজ শুরু হলেই বন্ধ হয়ে যাবে গাড়ি চলাচল। টালাব্রিজের উপর গাড়ির বিপুল চাপ ছিল, এখন এই গাড়ি কোন রুটে গন্তব্যে পৌঁছাবে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজ্য পরিবহণ দফতর এবং বারাকপুর কমিশনারেটের সঙ্গে বেসরকারি যাত্রী পরিবহন মালিক সংগঠন এর বৈঠকে এই নতুন পরিবর্তিত রাস্তা নির্ধারিত হয়েছে।

ব্যস্ত সময়ে বিকল রেক, আবার মেট্রো বন্ধ

একনজরে দেখে নেওয়া যাক কোন রুটে পৌঁছবেন ও ফিরবেন….

ব্যারাকপুর থেকে দক্ষিণমুখী গাড়ি যাবে

রুট নং- ১ বিটি রোড, চিড়িয়ামোড়, সেভেন ট্যাঙ্কস, নর্দান অ্যাভিনিউ, পাইকপাড়া হয়ে মিল্ক কলোনি হয়ে বেলগাছিয়া সেতু।

রুট নং-২ বি টি রোড-চিড়িয়া মোড়- খগেন চ্যাটার্জি রোড-কাশিপুর রোড-চিত্পুর ব্রিজ-বি কে পাল এভিনিউ-মহাত্মা গান্ধী রোড- হাওড়া স্টেশনে

আবার শ্যামবাজার থেকে ব্যারাকপুরমুখী গাড়ি যাবে

শিয়ালদা -এ পি সি রোড-বিধান সরণী-শ্যামবাজার-ভূপেন বোস এভিনিউ-রাজবল্লভ পাড়া রোড-লক গেট ব্রিজ- চুনিবাবু বাজার-চিড়িয়া মোড়- বি টি রোড ।

বিটি রোডের উপর থেকে আশা প্রায় ৩৮ টি বাসরুট ২ জানুয়ারি থেকে নতুন রুটে যাতায়াত করবে।

বদলে যাওয়া বাস রুট:- 30B, 30b/1, 30A, 30C, 30D, 34 C, 43, 43/1, 47 B, S 159, S 158, S 180, S 181, S 185, S 190, 234/1, 242, K 4, KB 16, S 168, 219, 222, 227, 230, 234, 78, 78/1, 79 B, 93, 202, 214 A, 215/1, 3C/1, 3C/2, 30 A, 30 B, 3B, 3D, 3D/1, 234/1 এবং 219/1

২৪ ঘন্টায় শীতে হাঁড় কাঁপাল শহরবাসীর, আরও নামবে পারদ!

তবে এখনও স্পষ্ট করে জানানো হয়নি কোন বাস কোন নতুন রুট পাচ্ছে। তবে রাজ্য সরকারের পরিবহন দফতরের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বাস মালিক সংগঠন। যানজট নিয়ন্ত্রণে রাখতে ৭ টি দ্বিমুখী রাস্তা একমুখী হতে চলেছে।এর ফলে একাংশের যাত্রীরা যে বেশ সমস্যার মধ্যেই পড়তে চলেছেন এমনটাও ভেবে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সমস্যা যদি গুরুতর আকার নেয় তবে মার্চের পর আবার বদল করা হতে পারে বাসরুট। সব মিলিয়ে টালাব্রিজ সমস্যায় উত্তর কলকাতা এখন বাসরুটের ফাঁসে পড়তে চলেছে।