কলকাতা:- ফের মেট্রো বিভ্রাটে জেরে নাজেহাল অবস্থা। বৃহস্পতিবার ব্যস্ত সময়ে দমদম স্টেশনে খারাপ হয়ে গেল কবি সুভাষগামী একটি রেক। এর জেরে সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। ১২টা ১৫ নাগাদ দমদম স্টেশনে রেক খারাপ হয়ে যাওয়ায় ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেশ কিছুক্ষণ পর ওই রেকটিকে স্টেশন থেকে সরানোর পর চালু হয় ডাউন লাইনের পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেট্রের ইঞ্জিনিয়াররা।
বেশ কিছুক্ষণ চেষ্টার পর রেকটিকে সরিয়ে নেওয়ার কথা জানান তারা। রেকটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে কি কারণে রেকটি বিকল হয়েছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। ঘটনার জেরে বিরক্ত হয়ে পড়ে যাত্রীরা। যাত্রীদের বক্তব্য, ভাড়া ধাপে ধাপে বেড়েই চলেছে তবুও স্বাভিবিক থাকছে না পরিষেবা। পরিকাঠামোর অনুন্নয়নেরকারণেই এই ধরনের সমস্যা ঘুরে ঘুরে দেখা দিচ্ছে বলে মনে করছেন তারা।