Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  •  ১৯ জুন উপনির্বাচনের ভোট গ্রহণ গুজরাতের দু’টি কেন্দ্র, কেরল,পঞ্জাবের একটি কেন্দ্রে। ফলপ্রকাশ ২৩ জুন।
  • বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হলো ভারত। জানান নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্ম্যণম।
  • হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। 
  • কালীগঞ্জ উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। ১৯ জুন ভোট। ২৩ জুন ফলপ্রকাশ।
  • রূপনারায়ণ নদের বাঁধ মেরামতির কাজ শুরু সেচ দফতরের। মেরামতির জন্য খরচ হবে ১০ কোটি টাকা।
  • ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড দিল্লি। থমকে যান চলাচল। প্রভাব উড়ান পরিষেবায়।
  • রবিবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরে হালকা বর্ষণের পূর্বাভাস।
  • দিল্লি, তেলেঙ্গানা, বেঙ্গালুরুতেও করোনা আক্রান্তের হদিশ।
  • New Date 2025-5-25
  • New Time 07:30:14 AM
টিভি শো নিয়ে নয়া ফতোয়া পাকিস্তানে

24
October 2021

টিভি শো নিয়ে নয়া ফতোয়া পাকিস্তানে

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : টেলিভিশনে চুম্বন তো বটেই, নিষিদ্ধ হল আলিঙ্গনের দৃশ্যও।এবার থেকে সেদেশের পাকিস্তানের টেলিভিশনের সম্প্রচার নিয়ন্ত্রক সংগঠন ‘পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি’ তথা পেমরা এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।বিজ্ঞপ্তিতে রয়েছে সমাজের এক বড় অংশের দাবি, এই নাটকগুলিতে পাকিস্তানি সমাজের সঠিক ছবি ফুটে উঠছে না। সেইদিক বিচার করে এবার অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য যা অত্যন্ত অস্বস্তিকর সেগুলি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। তাদের দাবি, ‘পাকিস্তানি সংস্কৃতি’র পরিপন্থী হওয়াতেই এগুলি বাদ রাখাতে বলা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আলিঙ্গন, সাহসী পোশাক, শয্যাদৃশ্য কিংবা বিবাহ বহির্ভূত দৃশ্য এবং বিবাহিত যুগলদের মধ্যে ঘনিষ্ঠতার বিষয় ইসলামী শিক্ষা ও পাকিস্তানের সংস্কৃতির পরিপন্থী। পেমরার পক্ষ থেকে সমস্ত টিভি চ্যানেলকে বলা হয়েছে, এবার থেকে কোনও নাটকের সম্প্রচারের আগে তা ইন-হাউস মনিটরিং কমিটিকে দিয়ে যেন পর্যালোচনা করিয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগে ইরানেও ছোটপর্দার অনুষ্ঠানে ফতোয়া জারি করা হয়েছে। সেই অদ্ভুত ফতোয়ায় পরিষ্কার জানানো হয়েছে বেশ কিছু দৃশ্য দেখানো যাবে না টেলিভিশনের অনুষ্ঠানে। মহিলাদের লাল রঙের পানীয় সেবনের দৃশ্যও বাদ পড়ছে সেন্সরের কাঁচিতে। এরই পাশাপাশি ফতোয়ায় জানিয়ে দেওয়া হয়েছে পুরুষ-মহিলা চরিত্রকে খুব ঘনিষ্ঠ অবস্থা দেখানো যাবে না। ইরানের পরে এবার সেই একই পথে হাঁটল পাকিস্তানও।স্বাভাবিক ভাবেই এমন ফতোয়ায় শুরু হয়েছে প্রতিবাদও।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics