Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৭-১১ সেমি বৃষ্টি হতে পারে। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। 
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতি-শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা। একই সতর্কতা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ার জন্য।
  • বৃহস্পতিবার বিকেলেই স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গে।
  • ফের মুখ্য়মন্ত্রীকে চিঠি চাকরিহারাদের। চিঠি গ্রহণ করল মুখ্যমন্ত্রীর দফতর।
  • প্রয়াত তামিল অভিনেতা রাজেশ। প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। 
  • ট্যাংরাকাণ্ডের ৯৯ দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। অভিযুক্ত হিসাবে প্রণয় ও প্রসূন দে-র নাম উল্লেখ।
  • অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তিন বার ঘরে ঢুকে মেরেছি : প্রধানমন্ত্রী।
  • তৃণমূল নেতাদের দুর্নীতির জন্য এখানকার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে : প্রধানমন্ত্রী।
  • মুর্শিদাবাদ-মালদহে যা হয়েছে, তা বর্তমান সরকারের নির্মমতার উদাহরণ। এখানকার সরকার দুর্নীতিগ্রস্ত : নরেন্দ্র মোদী।
  • পহেলগাঁওয়ের সঙ্গে মুর্শিদাবাদের ঘটনার মিল রয়েছে। এই সরকারকে উৎখাত করতেই হবে : সুকান্ত মজুমদার।
  • দেশের জন্য বাংলাকে বাঁচাতে হবে। আগামী নির্বাচনে তৃণমূল সরকারকে ছুড়ে ফেলতে হবে : শুভেন্দু অধিকারী।
  • সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের জন্য ১০১৭ কোটি টাকা ব্যয় হবে।
  • দক্ষিণ কোরিয়ায় ভেঙে পড়ল নৌবাহিনীর ‘পি-৩ বিমান’। পোহাং শহরে ভেঙে পড়ে বিমানটি।
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে চাকরিহারা শিক্ষিকারা। আগাম অনুমতি না থাকায় পুলিশ তাঁদের আটকে দেয়।
  • সিকিম আজ দেশের গর্ব। অটল সেতু সিকিম-দার্জিলিং যোগাযোগ বৃদ্ধি করেছে : প্রধানমন্ত্রী।
  • কাঁথিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫। কাঁথির ১১৬বি জাতীয় সড়কে লরি-অটোর মুখোমুখি সংঘর্ষ।
  • সোপিয়ান থেকে গ্রেফতার ২ জঙ্গি। উদ্ধার হয়েছে অস্ত্র ও গ্রেনেড।
  • চন্দননগরে একই পরিবারের ৩ সদস্যের রহস্যমৃত্যু। মৃতদের নাম বাবলু ঘোষ(৬২), প্রতিমা ঘোষ(৪৬) পৌষালি ঘোষ(১৩)।
  • নদী বাঁধে ধস, আতঙ্কে গঙ্গাসাগরের বাসিন্দারা। বেগুয়াখালি ও মহিষামারি এলাকায় নদী বাঁধের প্রায় ১০০ মিটার জুড়ে ধস।
  • বাতিল হল প্রধানমন্ত্রীর সিকিম সফর। খারাপ আবহাওয়ার কারণে বাতিল।
  • ‘আমার নির্ধারিত সময় শেষ হল’। ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নিলেন মাস্ক।
  • সুন্দরবনের ফ্লাড শেল্টারগুলি পরিষ্কার-পরিচ্ছন্নের তোড়জোড়। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।
  • শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলিতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০-১১০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। 
  • আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে।
  • বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। বৃহস্পতি-শুক্রবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা।
  • শক্তি বেড়েছে নিম্নচাপের। বুধবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
  • উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু।
  • New Date 2025-5-29
  • New Time 09:35:57 PM
এক ধাক্কায় দাম কমল কোভিশিল্ড ও কোভ্যাকসিনের

9
April 2022

এক ধাক্কায় দাম কমল কোভিশিল্ড ও কোভ্যাকসিনের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ দাম কমল কোভিশিল্ড ও কোভ্যাকসিনের। সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন কোভিশিল্ডের নয়া দাম ২২৫ টাকা। যা আগে ছিল ৬০০ টাকা। অন্যদিকে কোভ্যাকসিনেরও দাম হল ২২৫টাকা। এর দাম আগে ছিল ১২০০টাকা।

সেরাম ইন্সটিটিউট প্রধান আদর পুনাওয়ালার টুইটের ঘোষণা অনুযায়ী, এবার থেকে কোভিশিল্ডের নয়া দাম দাঁড়াল ২২৫ টাকা। আগে যার দাম ছিল ৬০০ টাকা। এ প্রসঙ্গে সেরাম কর্তা আদর জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দাম কমল ভারত বায়োটেকের কোভ্যাক্সিনেরও। এতদিন কোভ্যাক্সিনের দাম ছিল ১২০০ টাকা। বর্তমানে এই করোনা টিকার দাম হল ২২৫ টাকা। ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা এই ঘোষণা করেন।

অন্যদিকে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে দেশ জুড়ে শুরু হচ্ছে সমস্ত ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের টিকাকরণ। এত দিন অবধি ষাটোর্ধ্ব ব্যক্তিরাই শুধু বুস্টার ডোজ বা প্রিকশনা ডোজ পেতেন এবার সবাই এই টিকা পাবেন

তবে এই প্রসঙ্গে উল্লেখ্য বুস্টার শুধু বেসরকারি ভাবেই আপাতত পাওয়া যাবে। সরকারি ক্ষেত্রে এই টিকা মিলতে আরও কিছুটা সময় লাগবে।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics