Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • সুন্দরবনের ফ্লাড শেল্টারগুলি পরিষ্কার-পরিচ্ছন্নের তোড়জোড়। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।
  • জোড়া খুন মেমারিতে। গলার নলি কেটে খুনের পর দম্পতির দেহ বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ।
  • বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।আলিপুরদুয়ারে জনাসভায় জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদী।
  • ধাক্কা খেল স্পেসএক্সের স্টারশিপ প্রোগ্রাম। নবম পরীক্ষামূলক উৎক্ষেপণের ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারায় রকেট। ভেঙে পড়ে ভারত মহাসাগরের উপর।
  • শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলিতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০-১১০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। 
  • বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে।
  • বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। বৃহস্পতি-শুক্রবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা।
  • শক্তি বেড়েছে নিম্নচাপের। বুধবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
  • উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু।
  • New Date 2025-5-29
  • New Time 01:59:12 AM
ভিন্ন ধারার গল্পে বাংলা ছবি “আকরিক”। মুখ্য ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত

3
May 2022

ভিন্ন ধারার গল্পে বাংলা ছবি “আকরিক”। মুখ্য ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত

বাংলা ছবি আকরিক। সম্প্রতি কলকাতায় সেই ছবির সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । যেখানে সামিল ছিলেন ছবির প্রধান কলাকুশলীরা। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুরাধা রায়, সুপ্রতিম রায় প্রমুখ ।  ছবির পরিচালনা করেছেন তথাগত ভট্টাচার্য। নতুন স্বাদের এই বাংলা ছবি নিয়ে কথা বললেন ছবির কলাকুশলীরা । 

ঋতুপর্ণা সেনগুপ্ত ছবির বিষয় জানালেন, “যখন স্ক্রিপ্ট শুনেছিলাম তখন খুব অভিনব লেগেছিল।ছবির চরিত্রটা নিয়ে যখন কথা হয়েছিল, তখন মনে হয়েছিল এই ধরণের চরিত্রকে ছুঁয়ে গিয়েছিল বহুবার। কিন্তু এমন চরিত্র কখনও যাপন করিনি। একটি মেয়ের গল্প যেখানে তাঁর নিঃসঙ্গতা আছে। একটি ব্যক্তিত্বগত জায়গা আছে। একদিকে একজন স্ক্রিপ্টরাইটার, অন্যদিকে একজন মা। এই গল্পের মত আমরাও কোথাও নিজেদের জীবনে এমন পরিস্থিতির সম্মুখিন হই ”। পরিচালকের বিষয় বলতে গিয়ে বললেন, তথাগত যখন এই বিষয়টা নিয়ে এলো, তথন আমার মনে হল। অভিনেত্রী হিসেবে আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে। অন্যদিকে ভক্টর দা’র ( ভিক্টর বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কাজ অনেকদিন পর করলাম। যিনি খুব অভিজ্ঞ ও প্রতিভাবান একজন অভিনেতা । অনুরাধা রায়ের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা খুব সুন্দর। 

নতুন গল্প, নতুন ভাবনা নিয়ে বাংলা ছবি আকরিক আগামি দিনে বক্স অফিসে কেমন সারা জাগায় সেটাই এখন দেখার । 

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics