Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বজবজ ২নং ব্লকের সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূলের। ৪৭ আসনেই জয়ী তৃণমূল প্রার্থীরা।
  • অমরাবতী মাঠ নিয়ে জটিলতা। সমস্যা সমাধানে হস্তক্ষেপ ফিরহাদ হাকিমের।
  • বেসরকারি স্কুলের বেতন নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য। বেতন বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে একটি আইন চালু করতে চায় সরকার। বিজেপির প্রশ্নে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
  • ‘পার্টির চাদর খুলে গেলে ভিখারি হয়ে যাবেন’। কাউন্সিলর নির্মলা রাইকে হুঁশিয়ারি মদন মিত্রের। দলীয় বৈঠকে কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন কামারহাটির বিধায়কের। 
  • ফের উত্তপ্ত বিধানসভা। কার্যবিবরণী কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। মঙ্গলবার থেকে বিরোধীদের কোনও কাগজ না-দেওয়ার নির্দেশ অধ্যক্ষের। নিজেরাই প্রতি দিন কাগজ নিয়ে গিয়ে ছিঁড়ব। পাল্টা মন্তব্য শুভেন্দু অধিকারীর।
  • ভূতুড়ে ভোটার ইস্যু নির্বাচন কমিশনে যাবে তৃণমূল-বিজেপি দু-পক্ষই। এক ঘণ্টার ব্যবধানে নির্বাচন কমিশনে যাওয়ার কথা দুই দলের। মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দেখা করবেন উভয় পক্ষের সদস্যরা।
  • ফের উত্তপ্ত হল বিধানসভা। মন্দির ভাঙার অভিযোগে বিজেপির মুলতুবি প্রস্তাব। প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট বিজেপির। বিধানসভার গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুভেন্দুদের।
  • রাজ্যসভায় ভুয়ো ভোটার নিয়ে আলোচনার দাবি বিরোধীদের। ডেপুটি চেয়ারম্যান অনুমতি না দেওয়ায় ওয়াকআউট। রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল-সহ বিরোধীদের।
  • ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার। সঞ্জয় সিংহের হাতেই থাকছে দায়িত্ব। সঞ্জয় সিং, ব্রিজভূষণ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।
  • দু’দিনের মরিশাস সফরে নরেন্দ্র মোদী। মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের আমন্ত্রণে এই সফর। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বার্তা প্রধানমন্ত্রীর।
  • বিরাট, শ্রেয়স, রাহুল, বরুণ চক্রবর্তী এবং মহম্মদ শামি রয়েছেন মূল দলে। অক্ষর পটেলকে রাখা হয়েছে দ্বাদশ ব্যক্তি হিসাবে। অধিনায়ক করা হয়েছে মিচেল স্যান্টনারকে।
  • চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ বেছে নিল আইসিসি। ভারত থেকে জায়গা পেলেন ৫ ক্রিকেটার। নিউজিল্যান্ড থেকে ৪ জন ক্রিকেটার। বাকি ২জন আফগানিস্তানের। দলে জায়গা পেলেন না রোহিত শর্মা।
  • বিশ্বভারতীতে এবারও ঘরোয়াভাবে বসন্তের উদযাপন। বৈতালিক ও শোভাযাত্রার মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা। পর্যটকদের জন্যও মঙ্গলবার বন্ধ থাকছে রবীন্দ্রভবন।
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নওশাদ সিদ্দিকি। প্রায় ২৫ মিনিট কথা হয় দু’জনের। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ নওশাদের। ISF বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর।
  • পদ্ম শিবিরে ফের ভাঙন। ভোটের একবছর আগে বিজেপি বিধায়কের দলবদল। তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী। এবার তৃণমূলে তাপসী মণ্ডল। 
  • ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি জেলেনস্কির। জানিয়েছেন ট্রাম্পের বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ। ফের আলোচনায় বসতে চলেছে আমেরিকা-ইউক্রেন। সৌদি আরবে হবে বৈঠক।
  • New Date  
  • New Time  
রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী উপাচার্য।সরব শিক্ষাবিদ মহল।

4
July 2023

রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী উপাচার্য।সরব শিক্ষাবিদ মহল।

সাংবাদিক নাজিয়া রহমান : রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী উপাচার্য। এক অভূতপূর্ব অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি। তাই বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বাঁচাতে এবার সরব প্রাক্তন উপাচার্যরা সহ শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা।

বর্তমানে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এক অভূতপূর্ব অর্থনৈতিক এবং প্রশাসনিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। উপাচার্য ও ডিনের মত গুরুত্বপূর্ণ পদ খালি রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে। যার ফলে চরম সমস্যার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলি। তাই বিশ্ববিদ্যালয় বাচাঁতে এবার সরব রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রাক্তন উপাচার্য সহ একাধিক শিক্ষক সংগঠন। প্রাক্তন উপাচার্যের পক্ষ থেকে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তোলা হয়। স্থায়ি উপাচার্য না থাকায় অচলাবস্থার মধ্যে চলে যাচ্ছে বলে বক্তব্য তাঁদের।

সোমবার প্রেসক্লাবে বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন উপাচার্যরা। এদিনের সাংবাদিক সম্মেলনে যোগ দেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেব নারায়ণ বন্দোপাধ্যায়, ডায়ামন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখার্জি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষ সহ একাধিক প্রাক্তন উপাচার্য।

প্রাক্তন উপাচার্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় বাঁচাও, শিক্ষা বাঁচাও- শ্লোগানে সরব অধিকাংশ শিক্ষক সংগঠন। স্থায়ী উপাচার্য সহ ৯ দফা দাবিতে প্রেস ক্লাবে যৌথ সাংবাদিক সম্মেলন করেন জুটা, কুটা সহ ১৪টি শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা।

মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল বিধানসভায় পাশ হলেও তাতে এখনও সই করেননি রাজ্যপাল। প্রসঙ্গত, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় পাস হয়, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল অ্যামেন্ডমেন্ট বিল ২০২২। সেইসময় রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। বর্তমানে তাঁর জায়গায় রাজ্যপাল হয়ে এসেছেন সিভি আনন্দ বোস। কিন্তু সূত্রের খবর, রাজ্যপাল বদলে গেলেও, সেই বিলে এখনও সম্মতি মেলেনি! এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকেই আচার্য করার দাবি জানালেন, সরকারপন্থী প্রাক্তন উপাচার্যরা।  সেই বিলে সই করার সিদ্ধান্ত রাজ্যপাল তথা আচার্যই নিতে পারেন বলে জানান তাঁরা। কিন্তুু সরকারপন্থী প্রাক্তন উপাচার্যদের একাংশের মুখ্যমন্ত্রীকেই আচার্য করার পক্ষেই মত তাঁদের। সম্প্রতি পাঞ্জাবে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হয়েছে বলে উদাহরণ স্বরূপ জানান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র।

কিন্তু অন্য দিকে কোনও রাজনৈতিক ব্যক্তি আচার্যের পদে বসেন এমনটা চাননা শিক্ষক সংগঠনের একাংশ। কোনও শিক্ষাবিদকে ওই পদে বসানো হোক এমনটাই তাদের দাবি বামপন্থী শিক্ষক সংগঠনগুলির।

১অগস্ট রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন ওয়েবকুটা, জুটা সহ একাধিক বামপন্থী শিক্ষক সংগঠনের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির যদি দ্রুত সমাধান না ঘটে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাটবেন তারা সংগঠনের প্রতিনিধিদের।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​