Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • সিঁদুর মোছার যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই। ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  • ‘আগ্রাসন থামানোর প্রয়োজনীয়তা বুঝতে পারার জন্য ভারত-পাকিস্তানকে শুভেচ্ছা। তারা যে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, তা প্রশংসনীয়।’পোস্ট ডোনাল্ড ট্রাম্পের।
  • অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে। জানান হল বায়ুসেনার তরফে। বায়ুসেনা সফল ভাবে দায়িত্ব পালন করে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। পোস্ট বায়ুসেনার।
  • অমৃতসর থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও আরডিএক্স। পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথ তল্লাশিতে উদ্ধার ২.৭ কেজি বিস্ফোরক, ২টি হ্যান্ড গ্রেনেড, ২ টি ডিটোনেটর, ২টো পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং আইইডি সার্কিট।
  • থমথমে পরিবেশে স্বাভাবিকের পথে জম্মু-কাশ্মীর। চলছে তল্লাশি আতঙ্কিত স্থানীয়রা।
  • সালাল বাঁধের জল ছাড়ল ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর থেকে এই বাঁধ বন্ধ ছিল। বিগত দুইদিন ধরে বাঁধ থেকে জল ছাড়ছে ভারত।
  • পাকিস্তানকে ‘স্বীকৃত ভিখারি’ বলে কটাক্ষ মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসির। আইএমএফ থেকে ১ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য পাচ্ছে পাকিস্তান।
  • সংঘর্ষবিরতি ভেঙেছে পাকিস্তান। দায় তাদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান। রাতে সাংবাদিক বৈঠকে মন্তব্য বিদেশসচিবের।
  • শুক্রবার সকালে এয়ার সাইরেন বাজানো হল চণ্ডীগড়ে। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ।
  • জম্মু ও কাশ্মীরে সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের। কমপক্ষে ৭ জইশ-ই-মহম্মদ জঙ্গির মৃত্যু।
  • জলযুদ্ধে আরও একধাপ এগোল ভারত। ভারতের হাতে এল নতুন যুদ্ধ জাহাজ আইএনএস আর্নালা। সাবমেরিনের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম আর্নালা।
  • ভারত-পাক যুদ্ধ আবহে সতর্কতা। হাই অ্যালার্ট জারি কলকাতা বিমানবন্দরে।
  • বন্ধ পঞ্জাবের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তিন দিনের জন্য বন্ধ। ছুটি বাতিল হয়েছে পুলিশকর্মীদের।
  • যুদ্ধ পরিস্থিতিতে ধাক্কা শেয়ার বাজারে। বাজার খুলতেই ৬০০ পয়েন্ট পতন সেনসেক্সের। পতন নিফটিরও।
  • নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার গুলি ও বোমা বর্ষণ পাকিস্তানের। ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর।
  • ড্রোন হামলা ব্যর্থ হতেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী শেলিং শুরু করে পাকিস্তান। অব্যাহত গুলিবর্ষণ ও শেলিং।
  • জম্মুতে ড্রোন হামলায় কী ক্ষতি হয়েছে পরিদর্শনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৃহস্পতিবার রাতে পাক সেনা ড্রোন হামলা চালায় জম্মু শহর এবং আশেপাশের এলাকায়।
  • ভারত-পাক লড়াইয়ে হস্তক্ষেপ করবে না আমেরিকা। জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
  • জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের চেষ্টা। গুলিতে জবাব ভারতীয় সেনার। সাম্বা আন্তর্জাতিক সীমান্তে সাফল্য সেনার।
  • New Date 2025-5-11
  • New Time 10:08:46 AM
বিতর্কের মাঝেও গৌরবময় যাদবপুর বিশ্ববিদ্যালয়।

16
March 2025

বিতর্কের মাঝেও গৌরবময় যাদবপুর বিশ্ববিদ্যালয়।

বাদ পড়েছে ‘উৎকর্ষকেন্দ্রের’ তালিকা থেকে। তবুও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তালিকায় নিজের গৌরব ধরে রাখল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগের থেকে কিছুটা এগোল র‍্যাঙ্কিং।

নাজিয়া রহমান, সাংবাদিক: বিতর্কের মাঝেও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তালিকায় নিজের গৌরব ধরে রাখল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ব শিক্ষাক্ষেত্রে আরও একবার স্বকৃীত পেল পশ্চিমবঙ্গ। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের বিষয়ভিত্তিক তালিকায় ভারতসেরার স্বীকৃতি পেল কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর সেই তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও।বরাবরই ধারাবাহিক ভাবে জাতীয় স্তরে ভাল ফল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই আবহের মধ্যে বরং কিছুটা উন্নতিই করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান । ২০২৪এ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৭৪১-৭৫০এ থাকা যাদবপুর এবার ৭২১-৭৩০ র‌্যাঙ্কে উঠে এসেছে। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ও ৭৫১-৭৬০ নম্বরে রয়েছে। এবারের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে মোট ৬৯টি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল । যারমধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়্গপুরের মতো প্রতিষ্ঠানগুলি। সমীক্ষায় দেখা গেছে ৭২ শতাংশ ক্ষেত্রেই ভারতের বিশ্ববিদ্যালয়গুলির উন্নতি হয়েছে। তবে যদিও কিছু ক্ষেত্রে পতন ঘটেছে তাও পরিসংখ্যায় উঠে এসেছে। তবে র‍্যাঙ্কিংয়ে এই উন্নতি দেশের শিক্ষাব্যবস্থায় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি ‘ উৎকর্ষ কেন্দ্রের ‘ তালিকা থেকে বাদ পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যা নিয়ে ছড়িয়েছে বিতর্ক। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘নৈরাজ্যের ‘ অভিযোগ উঠেছে। এতকিছু পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজের গৌরব বজায় রেখেছে বলে মত বিশেষজ্ঞমহল।

অন্যদিকে, এবার কিউএস র‌্যাঙ্কিংয়ে অবশ‍্য দেশের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ‍্যে চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয় ও পুণে বিশ্ববিদ্যালয় যাদবপুরের থেকে কিছুটা এগিয়ে। অন্যদিকে এবারের র‍্যাঙ্কিংয়ে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম ভালো ফল করেছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। যার র‍্যাঙ্কিং ৫৮০।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election