ভারতের মাটি বারবার রক্তাক্ত হয়েছে সন্ত্রাসী হামলায়। আর এবার যেন পেরিয়ে গিয়েছে সহ্যের সব সীমা। বেছে বেছে হিন্দু নিধন হয়েছে ভারতে। আর তার জবাবও দিতেই হবে। এবার ভারতে নিষিদ্ধ হল পাকিস্তানি ইউটিউব চ্যানেল।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: কোনরকমেই পাকিস্তানকে আর রেয়াত করা হবে না। ২৬ জন হিন্দুর হত্যার পর এই মুহূর্তে ক্ষোভে ফুসছে গোটা দেশ। সকলেই বলছেন যথেষ্ট হয়েছে এবার যোগ্য জবাব দেওয়ার সময় হয়েছে আর তার জন্য ভারতের প্রস্তুতিও শুরু। এই আবহে পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা নি:সন্দেহে বড় পদক্ষেপ কেন্দ্রের। নিষিদ্ধ ইউটিউব চ্যানেলগুলি হল—জিও নিউজ (সাবস্ক্রাইবার ১৮.১ মিলিয়ন), সামা স্পোর্টস (৭৩.৫ হাজার), জিএনএন (৩.৫৪ মিলিয়ন), উজয়ের ক্রিকেট (সাবস্ক্রাইবার ২,৮৮,০০০), উমর চিমা এক্সক্লুসিভ (১,২৫,০০০), আসমা শিরাজি (১,৩৩,০০০), মুনিব ফারুক (১,৬৫,০০০), সুনো নিউজ (১.৩৬ মিলিয়ন), রাজি নামা (২,৭০,০০০)। ডন নিউজ (Dawn News) (সাবস্ক্রাইবার ১.৯৬ মিলিয়ন), ইরশাদ ভাট্টি (সাবস্ক্রাইবার ৮,২৭,০০০), সামা টিভি (সাবস্ক্রাইবার ১২.৭ মিলিয়ন), এআরওয়াইনিউজ (ARY) (সাবস্ক্রাইবার ১৪.৬ মিলিয়ন), বোল নিউজ (সাবস্ক্রাইবার ৭.৮৫ মিলিয়ন), রফতার টিভি (৮,০৪,০০০), দ্য পাকিস্তান রেফারেন্স (২,৮৮,০০০)।