অপারেশন সিঁদুরের প্রথম অংশ সফল হওয়ার পরেই ভারত জানিয়েছিল প্রস্তুত অপারেশন সিঁদুর ২.০। বৃহস্পতিবারের রাত তারই নিদর্শন। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানে অকাল দীপাবলি। সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান ডিফেন্স।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: জম্মু, রাজস্থান, পাঞ্জাবের একাংশেও বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তানে থেকে। সেখানে ছুটে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করা হয়েছে আলো। পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হচ্ছে সাইরেন।
শোনা যাচ্ছে, পাকিস্তান ভারতের সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালালেও ভারতীয় সেনার তৎপরতায় ব্যর্থ পাক হানার চেষ্টা। প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে সেনা। ভারতীয় সেনার বিবৃতির পরে বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি যুদ্ধ হয়তো সময়ের অপেক্ষা।
বৃহস্পতিবার সকালে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছিল ভারতের ক্ষেপণাস্ত্র। এদিন রাতে ফের লাহোর লক্ষ্য করে আক্রমণ শানাল ভারত।
ভারতের আক্রমণে পাকিস্থান সম্পূর্ন ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল এটাক শুরু হল