ট্রেলার মুক্তির পর কিয়ারা আদভানির বিকিনি লুকের ব্যাক আঙ্গেলের ছবি শেয়ার করেন রামগোপাল বর্মা ও সঙ্গে তিনি লেখেন ,” দেশ ও সমাজের বদলে যদি হৃত্বিক ও এন টি আর এর এই লড়াই কিয়ারার ব্যাক সাইড নিয়ে হতো, তাহলেই এই ছবি হতো ”ব্যাকবাস্টার”।
দেবস্মিতা বিশ্বাস: গত ২০ শে মে মুক্তি পেয়েছে ”ওয়ার টু” এর টিজার, সামনে আসতেই যা ঘিরে উত্তেজিত গোটা সোশ্যাল মিডিয়া। ছবিটিতে প্রধান চরিত্রে দেখা যেতে চলেছে হৃত্বিক রোশান , এন টি আর ও কিয়ারা আদভানিকে । টিজার জুড়ে তাদের মুখোমুখি টক্কর প্রশংসা কুড়িয়েছে ভক্তদের ,তার সাথে নেট মাধ্যমে ঝড় তুলেছে কিয়ারা আদভানির বিকিনি পরিহিত দৃশ্য। ছবিতে অভিনেত্রীর ভূমিকা কি হতে চলেছে তা স্পষ্ট করা হয়নি ছবির প্রথম ঝলকে , তবে টিজারে তার এই নতুন লুক ইতিমধ্যেই চর্চার তুঙ্গে। এবার কিয়ারাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ফের সোশ্যাল মাধ্যমে রোষের মুখে পরিচালক রামগোপাল বর্মা।
ট্রেলার মুক্তির পর কিয়ারা আদভানির বিকিনি লুকের ব্যাক আঙ্গেলের ছবি শেয়ার করেন রামগোপাল বর্মা ও সঙ্গে তিনি লেখেন ,” দেশ ও সমাজের বদলে যদি হৃত্বিক ও এন টি আর এর এই লড়াই কিয়ারার ব্যাক সাইড নিয়ে হতো, তাহলেই এই ছবি হতো ”ব্যাকবাস্টার”। এই পোস্টটি সামনে আসতেই নিন্দার সম্মুখীন হয়েছেন পরিচালক যার পর পোস্টটি তার অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন তিনি , তবে এবার সোশ্যাল মিডিয়ায় তাকে ক্ষমা চাইতে বলে দাবি জানাচ্ছেন নেটিজেনরা। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্যে জড়ায় রামগোপাল বর্মার নাম। ”সত্যা” ,”রঙ্গিলা” এর মতো জনপ্রিয় ছবির পরিচালক তিনি। পোস্টটি ডিলিট করার পর এই বিষয় পরিচালকের কোনো বক্তব্য এখনও আসেনি সামনে।
আগামী ১৪ই অগাস্ট মুক্তি পেতে চলেছে স্পাইভার্সের বহু প্রতীক্ষিত ছবি ”ওয়ার টু” , এরই মধ্যে এই ছবি নিয়ে হৃত্বিক জানান , ওয়ার এর মতো বড়ো ছবি বানানো সহজ বিষয় না, এর জন্য কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। পাশাপাশি এই ছবি নিয়ে যে তিনি আশাবাদী সে কথাও জানান অভিনেতা। ”ওয়ার টু” – এর পরিচালনা করেছেন অয়ন মুখার্জী। ”ব্রহ্মহাস্ত্র” এর সাফল্যের পর , ”ওয়ার টু” মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।