সায়ান্তিকা ব্যানার্জি, রিপোর্টার : এই মুহুর্তে গোটা দেশের যা করোনা পরিস্থিতি তাতে সকলের ভ্যাকসিন অবধারিত হয়ে পড়েছে। এই পপরিস্থিতিতে এবার শুরু হতে চলেছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। এই খবর যে অত্যন্ত স্বস্তিদায়ক তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ বা মার্চমাসের শুরু থেকেই দ্বাদশোর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া শুরু করতে […]
ফেব্রুয়ারির শেষেই ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ!
