কলকাতা:- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে রাজ্যজুড়ে বেনজির তোলপাড় কাণ্ড! কেন্দ্রীয় আইন হলেও এনআরসি-র ও ক্যাবের প্রতিবাদ প্রথম থেকেই সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কেন্দ্রীয় আইন কোনভাবেই রাজ্যে লাগু হবে না, রাজ্য থেকে কেন ধর্মের মানুষকে তাড়িয়ে দেওয়া হবে না, এই আইন প্রত্যাহারের দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল উত্তর কলকাতায় মিছিল করার পর […]
“কাউকে বাংলা ছাড়তে দেব না” স্লেগান তুলে আজও পথে মুখ্যমন্ত্রী….
