ওয়েব ডেস্ক: আর ধর্মের নামে বুলি নয়, সোজা টাকা হাতানোর পালা! জ্যোম্যাটোতে খাবার অর্ডার দিয়ে এবার সর্বস্বান্ত হলেন এক মহিলা। তাঁর ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ১৭ হাজার ২৮৬ টাকা। ব্যাঙ্গালোরের এক মহিলা বেশ কিছুদিন আগে জ্যোম্যাটোয় খাবার অর্ডার করেন।
তার কিছুক্ষণের মধ্যেই গুগলে সার্চ করে তাদের নম্বরে ফোন করে অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেন তিনি৷ এবং সেই খাবারের টাকাও ফেরত চান ওই মহিলা৷ অ্যাকাউন্টে খাবারের টাকা ফেরত চলে আসে৷ তবে তারপরই আরও একটি মেসেজ পান ওই মহিলা৷
যা দেখে চক্ষু চড়কগাছ হয় ওই মহিলার৷ কারণ তিনি দেখতে পান, তাঁর ব্যঙ্ক অ্যাকাউন্টের আর একটা টাকাও বেচে নেই। প্রায় ১৭ হাজার ২৮৬ টাকা খুইয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সেই মহিলা৷ ঠিক এমনই আরেকটি ঘটনা ঘটেছে চেন্নাইয়ের এক ব্যক্তির সঙ্গেও। তিনিও খাবার অর্ডার দেন জোম্যাটো একটি নম্বরে ফোন করে। তবে খাবারের অর্ডার দেওয়ার আগেই সেই ব্যক্তির কাছ থেকে সুকৌশলে ব্যঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য নেয় তারা৷
ঠিক তখনই খটকা লাগে ওই ব্যক্তির৷ তাই তাঁর ব্যঙ্ক অ্যাকাউন্টের ভুল তথ্য দেন তিনি৷ সঙ্গে সঙ্গেই তাঁর ফোনে একটি মেসেজ আসে যে ভুল পিন নম্বর দিয়ে তাঁর অ্যাকাউন্টের টাকা খোলার চেষ্টা করা হয়েছে৷ প্রাথমিকভাবে ভাবা হচ্ছে যে এই নম্বরটি আসলে ভুয়ো। দুটি ঘটনারই থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে একনও পুলিশ কাউকেই গ্রেফতার করেনি।