Date : 2024-04-20

বৃষ্টি বাড়তেই জল যন্ত্রণায় অস্থির শহরের উত্তর থেকে দক্ষিণ….

কলকাতা: বঙ্গোপসাগরে ঘনিভূত নিম্নচাপের শক্তি কমলেও দোসর হয়ে বসেছে মৌসুমি অক্ষরেখা। ফলে আগামী ২৪ ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমান ক্রমশ বাড়বে। ভগলপুর থেকে দক্ষিণবঙ্গ ছুঁয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা অবস্থান করায় মঙ্গবার থেকেই শহরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বেড়েছে। এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ায় এই সপ্তাহ জুড়ে দক্ষিণের জেলাগুলিতে ভাড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকছে।

আরও পড়ুন: সাগরে গভীর নিম্নচাপ, আগামীকালও বর্ষণ মুখর দক্ষিণবঙ্গ

এদিকে টানা দুঘন্টার বৃষ্টিতেই মঙ্গলবার রাতের কলকাতার ছবিটা বদলে গিয়েছে। মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তির্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় সমস্যা বেড়েছে। রাতে দুঘন্টা প্রায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : নিম্নচাপেও শহরের আকাশে জুটলো ছিটেফোঁটাই, মেঘমুক্ত দুই ২৪ পরগণা

জল জমেছে দক্ষিণ কলকাতার আলিপুর, বেহালা, খিদিরপুর, শীলপাড়া, সখের বাজার অঞ্চলে। কোথাও হাঁটু সমান আবার কোথাও গোড়ালি ভেজানো জল জমে রয়েছে।

বৃষ্টির জল জমার চেনা ছবি ধরা পড়েছে মধ্য কলকাতার কলেজ স্ট্রীট, ঠনঠনিয়া, সেন্টাল অ্যাভিনিউ, মহাত্ম গান্ধী রোড সহ বিভিন্ন জায়গায়। জমা জল বের করতে যদিওবা তৎপর কলকাতা পুরসভা। কিন্তু জমা জলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্রটা বদলায়নি।

আরও পড়ুন: বেলেঘাটায় হাইটবার ভেঙে ব্যাহত যান চলাচল

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দুই দিন নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলী ও দুই ২৪ পরগনায় ফলে শহর ও শহরতলিতে জল দুর্ভোগের সম্ভবনা থেকেই যাচ্ছে।