Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বাঁশদ্রোণীতে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার ২। গ্রেফতার পে লোডার চালক শম্ভু রাম এবং মালিক বিশ্বকর্মা শর্মা। দমদম এবং চিৎপুর থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মালিক বিশ্বকর্মা শর্মাই চালককে পালাতে সাহায্য করেছিলেন। সাংবাদিক বৈঠকে জানান ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত।
  • উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে ইট-বোমা-গুলি ছোড়ার অভিযোগ। বোমার আঘাতে আহত অর্জুন সিং। আহত এক CISF জওয়ানও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
  • মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জের। লেবাননে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ।
  • ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে রাষ্ট্রপুঞ্জে সমালোচনা।আন্তোনিও গুতেরেসের ইজরায়েলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ইজরায়েলের।
  • প্রতি মুহূর্তে ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। লেবাননে থাকা অস্ট্রেলিয়ান নাগরিকদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ।
  • জি-৭ নেতাদের সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ইরানের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত আমেরিকার।
  • অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। সংস্কৃতি মন্ত্রকের কাছে আমরা এর জন্য একাধিকবার দরবার করেছিলাম। একাধিক গবেষণাপত্রও দিয়েছিলাম। আমাদের গবেষণাকে স্বীকৃতি দিয়েছে। উচ্ছ্বাস প্রকাশ করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্র। মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়ার সঙ্গে বাংলাকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্র। বর্তমানে ধ্রুপদী ভাষার সংখ্যা ৬ থেকে বেড়ে ১১। তামিলকে ২০০৪ সালে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছিল কেন্দ্র। ২০১৪ সালে ওড়িয়া ধ্রুপদী ভাষার তকমা পায়।
  • আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার আশিস পাণ্ডে। তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত আশিস।
  • ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে। ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে আমেরিকা, জানান জো বাইডেন।
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।বুধবার গভীর রাতে বেইরুটের মধ্যভাগে হামলা চালায় ইজরায়েল। হামলায় ছ’জনের মৃত্যুর আশঙ্কা।
  • যুদ্ধের আঁচে ফুটছে মধ্য প্রাচ্য। ভারতীয়দের ইরান যাত্রা নিয়ে সতর্কবার্তা নয়াদিল্লির। ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ। তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ।
  • New Date  
  • New Time  
২৬/১১র হোতারা শাস্তি পেল না কেন, ক্রোধ পম্পিও’র

28
November 2019

২৬/১১র হোতারা শাস্তি পেল না কেন, ক্রোধ পম্পিও’র

ওয়েব ডেস্ক : রবিবার কাবুলে অনিল রাজ নামে ভারতীয় আমেরিকান নাগরিক নিহত হন। আফগানিস্তানে রাষ্ট্রসংঘের উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়েছিলেন তিনি। কার এক্সপ্লোশনে তাঁর মৃত্যু হয়েছে। আরও পাঁচজন জখম। এর দুই দিন পর ২৬/১১ স্মরণে পাকিস্তানের নাম না করে ক্রোধ প্রকাশ করেন আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পিও। সিআইএ’র এক সময়ের অধিকর্তা মাইক পম্পিও অনেক বছর আগেই পাকিস্তানের প্রশাসন তথা সেদেশের সামরিক বাহিনীর আগাপাশতলা ঘেঁটে ফেলেছেন। ফলে তাঁর অজানা কিছুই নেই। আমেরিকার বিদেশ সচিব বলেছেন, “২৬/১১য় যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারের পক্ষে এই দিনটি কখনই ভোলা সম্ভব নয়। অথচ এই সন্ত্রাসবাদী হামলার যারা হোতা তারা এখনও শাস্তিই পেল না। একইসঙ্গে অনিল রাজের মৃত্যুর প্রসঙ্গ টানেন পম্পিও। বলেন, রাষ্ট্রসংঘের এই অফিসিয়াল আফগানিস্তানের মানুষকে সাহায্য করার জন্য কাজ করছিলেন। তাঁকেই টার্গেট করা হল। আমেরিকা তীব্রভাবে এই ঘটনার নিন্দা করে।” যদিও এখনও পর্যন্ত জানা যায়নি অনিল রাজের হত্যাকারী কারা। অনিল রাজের জন্ম ক্যালিফোর্নিয়ায়। মানবাধিকার নিয়ে আমেরিকারই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন।

আরও পড়ুন : বিদেশের মাটিতে সোনা জিতে ভারতীয় সেনার নাম উজ্বল করলেন অনুজ

২০১৫ সালের শেষ থেকে ’১৮র মার্চ, রাষ্ট্রসংঘের কাজে একটানা কাবুলেই ছিলেন। সম্প্রতি আফগানিস্তানে তালিবানিরা একের পর এক হামলা করছে। হাক্কানি নেটওয়ার্কের বাঘা বাঘা সন্ত্রাসবাদীকে রিমোট কনট্রোলের সাহায্যে ইউএভি বিস্ফোরণে খতম করার পরেও আফগানিস্তানে তালিবানি ফিদায়েঁরা হামলা চালাচ্ছে। কার এক্সপ্লোশন ঘটাচ্ছে। স্বাভাবিকভাবেই ভারতীয় আমেরিকান অনিল রাজ হত্যার পিছনেও তারা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন : দাম বড় বালাই! সোনা ছেড়ে পেঁয়াজ নিয়ে চম্পট দিল চোর

আরও পড়ুন : ইসরোকে আকাশের ‘চাঁদ’ পেড়ে দিল মুম্বই

২৬/১১’র অপরাধীদের মদতদাতা পাকিস্তানের সামরিক গুপ্তচর বাহিনী ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। আমেরিকার বিদেশ সচিব কিন্তু পাকিস্তানের নাম সরাসরি করেননি। তিনি ইরানের প্রসঙ্গ টেনেছেন। বলেছেন, “ট্রাম্প এবং আমি বিশ্বসন্ত্রাসের বৃহত্তম মদতদার রাষ্ট্র ইসলামিক রিপাবলিক অফ ইরানের উপর নজর রাখছি।…ওই দেশের বিভিন্ন জায়গায় যেসব প্রতিবাদের ঘটনা ঘটছে মনোযোগের সঙ্গে সেগুলি লক্ষ করছি।” ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের উপর ভয়াবহ আক্রমণ হেনেছিল আইএসআইয়ের পরিচালনাধীন কট্টরপন্থী মুসলিম সন্ত্রাসবাদীদের আত্মঘাতী টিম। আরব শেখশাহির পয়সায় নির্মিত জঙ্গি শিবিরে তালিম নিয়ে, আইএসআইয়ের এক মেজরের নেতৃত্বে করাচি বন্দর থেকে চিন নির্মিত মোটরবোটে রওনা দিয়েছিল এই ফিদায়েঁরা। আরব সাগরে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা অপহরণ করে তারা। প্রথমে ভারতীয় মৎস্যজীবীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মুম্বইয়ের উপকূলের দিকে নৌকা চালাতে বাধ্য করে। তার পর গুলি করে তাঁদের জলে ফেলে দেয়। বেতারে ভারতীয় উপকূলরক্ষীদের ধোঁকা দিয়ে মুম্বইয়ের সমুদ্রতীরে এসে নৌকা বাঁধে। পরের ঘটনাগুলি ভারতবাসী কোনও দিনই ভুলবে না। সিআইএ’র প্রাক্তন কর্তা মাইক পম্পিও’ও ভোলেননি। কিন্তু তিনি সরাসরি কেন পাকিস্তান রাষ্ট্রকে ওই ঘটনার চক্রী বলে ঘোষণা করলেন না, কেন শুধু ইরানকে সন্ত্রাসের মদতদাতা বললেন তা নিয়ে খোদ আমেরিকাতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​