ওয়েব ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম শেষ হল সম্প্রতি।নিলামে উঠলেন একের পর এক বড়সড় খেলোয়াড়েরা।এবছর যে খোলোয়াড়ের সর্বোচ্চ দাম উঠেছে তিনি হলেন প্যাট কমিন্স।যার সর্বোচ্চ দর উঠল ১৫.৫ কোটি টাকা।কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নেয়।
কে কোন দলে তা দেখে নেওয়া যাক একনজরে।
দিল্লি ক্যাপিটাল-শ্রেয়াস আয়ার, অজিঙ্ক রাহানে,রবিচন্দ্রন অশ্বিন,অমিত মিশ্রা,পৃথ্বীশ,শিখর ধাওয়ান, , ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল,ইশান্ত শর্মা, কেমো পল, আভেশ খান, সন্দীপ লামিচানে, কাগিসো রাবাডা, ।ক্রিস ওকস, মোহিত শর্মা, তুষার দেশপাণ্ড্যে, ললিত যাদব।শিমরন হেটমেয়ার, মার্কাস স্তইনিস,অ্যালেক্স ক্যারি, জেসন রয়।
কিংস ইলেভেন পাঞ্জাব- ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, প্রভসিমরান সিং, দীপক হুদা, জিমি নিশাম, তাজিন্দর ধিঁলো, ইশান পোড়েল।লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, গ্লেন ম্যাক্সওয়েল, শেলডন কটরেল, করুণ নায়ার, মনদীপ সিং, নিকোলাস পুরান, সরফরাজ খান, মুরুগান অশ্বিন, মুজিব-উর-রহমান, কে গৌথম, জে সুচিথ, হরপ্রীত ব্রার, মহম্মদ শামি, হারদাস ভিলজোয়েন, অর্শদীপ সিং, দর্শন নালকান্দে।
আরও পড়ুন : ঠিক যেন সিনেমার মতো….. বাস্তবের অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আর অলোকের প্রেমের “ছপক”
চেন্নাই সুপার কিংস-পীযুশ চাওলা, জোস হেজেলউড, শার্দূল ঠাকুর, কেএম আসিফ।এমএস ধোনি, ইমরান তাহির, লুঙ্গি এনগিদি, রুতুরাজ গায়কোয়াড়, সুরেশ রায়না, এন জগাদেশান, মুরলী বিজয়, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, মিচেল সাঁতনার, মনু লিং, কর্ণ শর্মা, দীপক চাহার, শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, হরভজন সিং, ফাফ দু প্লেসি, আর সাই কিশোর, স্যাম কুরান।
মুম্বই ইন্ডিয়ান্স-রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কুইন্টন দে কক, আদিত্য তারে, আনমোলপ্রিত সিং, কেরন পোলার্ড, ইশান কিষান, মিচেল ম্যাকক্লেনাঘান।সৌরভ তিওয়ারি, দিগবিজয় দেশমুখ, প্রিন্স বলবন্ত রাই সিং, মহসিন খান।শেরফানে রাদারফোর্ড, হার্দিক পাণ্ড্যে,অনুকুল রয়, জসপ্রিত বুমরা, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট,নাথান কুল্টার-নাইল, ক্রিস লিন, ক্রুনাল পাণ্ড্যে, রাহুল চাহার, জয়ন্ত যাদব, ধবল কূলকার্নী।
আরও পড়ুন : পুলিশ নয়, ট্রাফিক আইন রক্ষা করবে ম্যানিকিন!
কলকাতা নাইট রাইডার্স-কমলেশ নাগারকোটি, শিভম মাভি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ ওরিয়র, শুবমান গিল, সিদ্দেশ ল্যাড, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, রিঙ্কু সিং।রাহুল ত্রিপাঠী, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, প্রভীন তাম্বে, এম সিদ্ধার্থ।প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যান, ভরুন চক্রভর্থি, টম ব্যান্টন, নীতিশ রানা, সুনীল নারিন, কুলদীপ যাদব, হ্যারি গার্নে, লকি ফার্গুসন,
রাজস্থান রয়্যালস-রবিন উথাপ্পা, জয়দেব উনাদকট, জোস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, মনন ভোরা, রিয়ান পরাগ, বেন স্টোকস, মহিপাল লোমরোর, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, রাহুল তিওয়াটিয়া, মায়াঙ্ক মারকান্দে,অ্যান্ড্রু টাই, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, জোফরা আর্চার, অঙ্কিত রাজপুত, বরুণ অ্যারন,ওশানে থমাস, অনরুদ্ধ জোশী, আকাশ সিং।যশস্বী জয়সওয়াল, কার্তিক ত্যাগী, টম কুরান,
আরও পড়ুন : কণ্ঠস্বরের ব্যবহারে শোনালেন অবিকল ট্রাকের হর্ন! দেখুন ভাইরাল ভিডিও
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, কেন রিচার্ডসন,বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, দেবদূত পারিক্কাল, পার্থিব প্যাটেল, গুরকিরাত সিং মান, মইন আলি, শিভম দুবে, মহম্মদ সিরাজ,ডেল স্টেইন, ইসুরু উদানা, শাহবাজ আহমেদ, জোশুয়া ফিলিপ, পভন দেশপাণ্ড্যে,যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, উমেশ যাদব, নভদীপ সাইনি,
সানরাইজার্স হায়দ্রাবাদ-বিরাট সিং, প্রিয়ম গর্গ, মিচেল মার্শ, আবদুল সামাদ, ফাবিয়ান অ্যালেন,সিদ্ধার্থ কল, বিলি স্তানলেক, টি নটরাজন, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মণীশ পাণ্ড্যে, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, রশিদ খান, জনি বেয়ারস্ট, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, বাসিল থাম্পি,সঞ্জয় যাদব, বাভানাকা সন্দীপ।