Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • সুন্দরবনের ফ্লাড শেল্টারগুলি পরিষ্কার-পরিচ্ছন্নের তোড়জোড়। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।
  • জোড়া খুন মেমারিতে। গলার নলি কেটে খুনের পর দম্পতির দেহ বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ।
  • বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।আলিপুরদুয়ারে জনাসভায় জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদী।
  • ধাক্কা খেল স্পেসএক্সের স্টারশিপ প্রোগ্রাম। নবম পরীক্ষামূলক উৎক্ষেপণের ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারায় রকেট। ভেঙে পড়ে ভারত মহাসাগরের উপর।
  • শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলিতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০-১১০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। 
  • বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে।
  • বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। বৃহস্পতি-শুক্রবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা।
  • শক্তি বেড়েছে নিম্নচাপের। বুধবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
  • উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু।
  • New Date 2025-5-29
  • New Time 02:54:12 AM
মা তুঝে সালাম -জাতীয় পতাকাকে সম্মান দিতে সর্বদা প্রস্তুত প্রিয়রঞ্জন সরকার। ১৪ বছর ধরে জাতীয় পতাকা কুড়োচ্ছেন হাওড়ার এই যুবক।

23
August 2022

মা তুঝে সালাম -জাতীয় পতাকাকে সম্মান দিতে সর্বদা প্রস্তুত প্রিয়রঞ্জন সরকার। ১৪ বছর ধরে জাতীয় পতাকা কুড়োচ্ছেন হাওড়ার এই যুবক।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিকঃ ভারতমাতার সম্মান বাঁচাতে প্রাণ দিতে পিছপা হন না দেশের জওয়ানরা। তেমনি এক ভারত সন্তান আছেন যিনি ভারতমাতার অসম্মান সহ্য করতে পারেন না। সীমান্তে লড়াই তিনি করেন না। তবে পথে ঘাটে নর্দমায় দেশের জাতীয় পতাকা পড়ে থাকতে দেখলে ঝাঁপিয়ে পড়েন তার সম্মান বাঁচাতে।
সাধারণতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন শেষ হওয়ার পরে রাস্তা ঘাটে কখনো মাঠে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দেশের জাতীয় পতাকা। হাজারো মানুষের পায়ের তলায় গাড়ির তলায় পিষ্ট হয় ভারতীয় পতাকা। সেই সব ভুলুন্ঠিত জাতীয় পতাকা তুলে রাখেন ৩৫ বছর বয়সী এক যুবক। নাম প্রিয়রঞ্জন সরকার।

হাওড়া বালির নিশ্চিন্দা এলাকার বাসিন্দা। ওই যুবক এলাকায় মোনু নামেই পরিচিত। রাস্তা, ঝোপেঝাড়ে বা নর্দমায় যেখানেই জাতীয় পতাকা পড়ে থাকতে দেখেন তা সযত্নে তুলে রাখেন নিজের ব্যাগে। জুতো খুলে সম্মানের সহিত সেই সব পড়ে থাকা জাতীয় পতাকা তুলে রাখেন। ১৪ বছর ধরে জাতীয় পতাকা কুড়োচ্ছেন হাওড়ার বাসিন্দা প্রিয়রঞ্জনবাবু। তাঁকে অনুপ্রাণিত করেছেন তাঁর মা। সালটা ২০০৮। তখন সে বেশ ছোট। রাস্তায় জাতীয় পতাকা পড়ে থাকতে দেখেন, তাঁর মা সেই জাতীয় পতাকা নমস্কার করে রাস্তা থেকে তুলে রাখেন। সেই দিন থেকেই প্রিয়রঞ্জনবাবু এই কাজটি করে যাচ্ছেন ভারতমাতাকে সম্মান জানাতে।

এই সব জাতীয় পতাকা সংগ্রহ করে তাঁর বাড়ির ট্রাঙ্কে তুলে রাখেন প্রিয়রঞ্জনবাবু। ভারতমাতার ছবি ও জাতীয় পতাকা লাগানো ট্রাঙ্কের গায়ে। ২০০৮ সাল শুরু করে থেকে আজ পর্যন্ত প্রায় ৬০ হাজারের উপরে জাতীয় পতাকা সংগ্রহ করেছেন তিনি। এই কাজে বর্তমানে তাঁকে সাহায্য করেন পাড়ার ক্লাব সদস্যরাও। এই কাজের জন্য তাঁকে কটুক্তিও কম শুনতে হয়নি। জাতীয় পতাকা সকল নাগরিকের কাছে মাতৃতুল্য। তাঁর অপমান মানে মায়ের অপমান। এই মর্মে বিশ্বাসী প্রিয়রঞ্জন। তাঁর জন্মগত বাক সমস্যা থাকলেও তিনি নিজেকে কারোর থেকে কম মনে করেন না। তাঁর কাজই তার হয়ে কথা বলে। সেখানেই জিত্ প্রিয়রঞ্জনবাবুর।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics