Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • দিঘার সমুদ্রে স্পিডবোট খারাপ হয়ে বিপত্তি।  ৮ পর্যটকের প্রাণ বাঁচালেন নুলিয়ারা।
  • জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে SBSTC-র বাস। ১১৬ বি জাতীয় সড়কে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ।
  • বৃষ্টির জন্য বাতিল হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। বাতিল ম্যাচের টিকিটের দাম সমর্থকদের ফেরতের ঘোষণা RCB-র।
  • ঝাড়ু হাতে বিকাশ ভবনের সামনের রাস্তা সাফাই করলেন শিক্ষকরা। বৃহস্পতিবার থেকে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা
  • হায়দরাবাদের চারমিনার লাগোয়া গুলজার হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মৃত ১৭।
  • সোমবার ৩ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিনে শিল্পপতিদের সঙ্গে বিজনেস মিট। ২০ মে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। ২১ মে প্রশাসনিক বৈঠক। ২২ মে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
  • লেদার কমপ্লেক্স থানা এলাকায় খুনের ঘটনায় গ্রেফতার স্থানীয় এক যুবক। ধৃতের নাম সন্ন্যাসী দলুই। ত্রিকোণ প্রেমের জেরেই খুন প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
  • মহারাষ্ট্রের সোলাপুরে কারখানায় ভয়াবহ আগুন। মৃত ১।
  • রবিবারও একাধিক জেলায় ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস।
  • PSLV-C61 নয়া স্যাটেলাইট লঞ্চে ব্যর্থ ইসরো। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল PSLV-C61। এই স্যাটেলাইটের মাধ্যমে জাতীয় সুরক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় সামলানোর ক্ষেত্রে সুবিধা পেত ভারত
  • New Date 2025-5-18
  • New Time 10:10:46 AM
সেচ দফতরের দুর্নীতির পর্দা ফাঁস! আদালতের হস্তক্ষেপ চাকরি ফিরে পেলেন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার।

15
February 2023

সেচ দফতরের দুর্নীতির পর্দা ফাঁস! আদালতের হস্তক্ষেপ চাকরি ফিরে পেলেন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : মামলকারি দেবাশীষ মণ্ডলের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানিয়েছেন রাজ্যের সেচ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ারপদে ২০০৩ সালে চাকরি পান। ওই বছরই মুর্শিদাবাদের জঙ্গিপুরের “গঙ্গা একশান প্ল্যান”নিয়ে কাজ করার সময় দুর্নীতি হচ্ছে বলে প্রতিবাদ করেন। শুধু তাই নয় সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়ার পর তাঁকে রাতারাতি রামপুরহাটে বদলি করা হয়। সেখানেও বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করায় ফের তাকে ৩০শে মে ২০১৯সালে বদলি করা হয় বর্ধমান দুর্গাপুরে। সেচ দফতরের নিয়ম অনুযায়ী দেবাশীষ মণ্ডলকে ২০২৫সাল পর্যন্ত কোথাও বদলি করা যাবে না।

বর্ধমান দুর্গাপুরেদুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার ৫মাসের মাথায় তাকে আলিপুরদুয়ারে বদলি করে দেওয়া হয়। এই বদলিতেই তিনি প্রতিবাদ করেছিলেন কারণ অসুস্থ্য বৃদ্ধা মা এবং স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। তবুও বদলি আটকানো যায়নি। শুধু তাই নয় নিয়ম অনুযায়ী জুলাই, আগস্ট,সেপ্টেম্বর বর্ষার এই তিনমাস কোথাও বদলি করা যায় না। প্রতিবাদের মাশুল তাকে রিলিজ করে দেওয়া হয়। শুধু তাই নয় তাঁর বেতন বন্ধ করে দেয় সেচ দফতরের জয়েন্ট সেক্রেটারি।

রিলিজ অর্ডার চ্যালেঞ্জ করে জুলাই ২০২১ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দেবাশীষ বাবু। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ সেচ দফতরের জয়েন্ট সেক্রেটারিকে নির্দেশ দেন কেন এই ভাবে নিয়ম বহির্ভূতভাবে বদলি করা হয়েছে। পাশাপাশি কেন তাকে কাজে যোগদান করতে দেওয়া হলো না এবং বেতন বন্ধ করে দেওয়া হলো। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ অমান্য করায় জয়েন্ট সেক্রেটারির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করেন দেবাশীষ বাবু। সেই মামলায় এদিন নির্দেশ দেন এক মাসের মধ্যে সেচ দফতরের জয়েন্ট সেক্রেটারি ব্যবস্থা নেবেন শুধু নয় বাড়ির সামনে সেচ দফতরেই তাকে যোগদান করাতে হবে।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics