Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কালীঘাটের সামনে চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা। বিক্ষোভকারীদের পুলিশি ধরপাকড়।
  • মাঝারি মাত্রার ভূমিকম্প মণিপুর,মেঘালয়-সহ আশপাশের এলাকায়। কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। রিখটার স্কেলে কম্পের মাত্রা ছিল ৫.২।
  • পশ্চিম মেদিনীপুরের মোগলমারি এলাকা দুর্ঘটনা। আহত ৭ জনের ৩ জনের অবস্থা গুরুতর।
  • সুন্দরবনের ফ্লাড শেল্টারগুলি পরিষ্কার-পরিচ্ছন্নের তোড়জোড়। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।
  • জোড়া খুন মেমারিতে। গলার নলি কেটে খুনের পর দম্পতির দেহ বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ।
  • বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।আলিপুরদুয়ারে জনাসভায় জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদী।
  • ধাক্কা খেল স্পেসএক্সের স্টারশিপ প্রোগ্রাম। নবম পরীক্ষামূলক উৎক্ষেপণের ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারায় রকেট। ভেঙে পড়ে ভারত মহাসাগরের উপর।
  • শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলিতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০-১১০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। 
  • বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে।
  • বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। বৃহস্পতি-শুক্রবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা।
  • শক্তি বেড়েছে নিম্নচাপের। বুধবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
  • উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু।
  • New Date 2025-5-28
  • New Time 11:20:59 PM
গ্রেফতার

31
May 2024

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার রেভান্না

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- সেক্স স্ক্যান্ডালে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না অবশেষে গ্রেফতার। বাড়ির পরিচারিকা থেকে একাধিক মহিলাকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে দেশে ফেরেন রাভান্না। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুধু যৌন নির্যাতন নয়, সেক্স টেপও ফাঁস হয় প্রজ্জ্বলের। তবে এখনও পর্যন্ত ২ টি নির্দিষ্ট যৌন নির্যাতনের এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতির বিরুদ্ধে। এসবের মধ্যেই কর্নাটকের হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ এবং চলতি লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রেরই জনতা দল সেকুলারের প্রার্থী প্রজ্জ্বল দেশ ছেড়ে পালিয়ে যান বলে গুঞ্জন ওঠে। তিনি এতদিন মিউনিখে ছিলেন বলে জানা গেছে। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এই ঘটনার পর জানান, দেশে পা দেওয়া মাত্রই প্রজ্জ্বলকে গ্রেফতার করা হবে। ঠিক এই কারণেই সূত্র মারফত খবর পেয়ে বেঙ্গালুরু বিমানবন্দরের উপর নজরদারি বাড়ানো হয়। অবশেষে বেঙ্গালুরু বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয় প্রজ্জ্বল রেভান্নাকে। তাঁর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে তৈরি হওয়া বিশেষ তদন্তকারী দল শুক্রবার থেকেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে হওয়া ঘৃণ্য অভিযোগ ওঠার পরেও তিনি নিজেকে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেন। ইতিমধ্যেই জনতা দল সেকুলারের এই সাংসদের থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে বিজেপি। তাঁর নিজের দল থেকেও তাঁকে সাসপেন্ড করা হয়েছে। দেশে ফেরার জন্য আগে ২ বার মিউনিখ থেকে বেঙ্গালুরুর টিকিট কেটেও বাতিল করেন প্রজ্জ্বল। তাই গত বৃহস্পতিবারও তিনি দেশে ফিরবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল। ভোটের ফল প্রকাশের পর তিনি ফিরতে পারেন বলে সন্দেহ ছিল রাজনৈতিক মহলের। তবে তা হয়নি। শেষ দফা ভোটের ২ দিন আগে দেশে ফিরেই গ্রেফতার হলেন প্রজ্জ্বল।

আরও পড়ুন : মহিলা ভোটার। সবচেয়ে কম কলকাতা উত্তরে আর সবচেয়ে বেশি যাদবপুরে

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics