Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  •  ১৯ জুন উপনির্বাচনের ভোট গ্রহণ গুজরাতের দু’টি কেন্দ্র, কেরল,পঞ্জাবের একটি কেন্দ্রে। ফলপ্রকাশ ২৩ জুন।
  • বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হলো ভারত। জানান নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্ম্যণম।
  • হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। 
  • কালীগঞ্জ উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। ১৯ জুন ভোট। ২৩ জুন ফলপ্রকাশ।
  • রূপনারায়ণ নদের বাঁধ মেরামতির কাজ শুরু সেচ দফতরের। মেরামতির জন্য খরচ হবে ১০ কোটি টাকা।
  • ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড দিল্লি। থমকে যান চলাচল। প্রভাব উড়ান পরিষেবায়।
  • রবিবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরে হালকা বর্ষণের পূর্বাভাস।
  • দিল্লি, তেলেঙ্গানা, বেঙ্গালুরুতেও করোনা আক্রান্তের হদিশ।
  • New Date 2025-5-25
  • New Time 08:09:55 AM
দিলওয়ার

20
June 2024

পার্ক স্ট্রিটের হোটেল থেকে নিখোঁজ বাংলাদেশী যুবক

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – বাংলাদেশের পাবনা জেলা থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন বছর ২৩-এর দিলওয়ার হোসেন। গত ১৮ তারিখ সন্ধ্যায় পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন দিলওয়ার ও তাঁর পরিবার। বুধবার চিকিৎসা করাতে কাদাপাড়া লাগোয়া ওই বেসরকারি হাসপাতালে যান তিনি। এদিন রাতে হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই। রাত ১২টা নাগাদ দিলওয়ারের মা দেখেন তাঁর ছেলে পাশে নেই। এরপরই হোটেলের সিসিটিভিতে দেখা যায় রাত ১১টা ২৭ মিনিটে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে দিলওয়ার। এরপরই তাঁর পরিবার প্রথমে নিউ মার্কেট থানা ও পরে পার্ক স্ট্রিট থানায় যায়। পার্ক স্ট্রিট থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে। সিসিটিভিতে দেখা যায় ওই যুবক হোটেল থেকে বেরিয়ে মির্জা গালিব স্ট্রিটের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে।

https://youtu.be/pimnyXs6GTM

দীর্ঘদিন ধরেই মানসিক অসুস্থতা রয়েছে দিলওয়ারের। সেই চিকিৎসা করাতেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। দিলওয়ারের সঙ্গে তাঁর মা, বাবা, দিদি ও জামাইবাবু আসেন। এর আগেও কয়েক বার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে নিখোঁজ যুবক বলে জানা গেছে। পেশায় আইনজীবী তাঁর বাবা পাবনা জেলা ও দায়রা আদালতের আইনজীবী। কলকাতায় প্রথমবার এসে এই রকম ঘটনা ঘটায় মানসিকভাবে বিপর্যস্ত দিলওয়ারের পরিবার। হোটেলের তরফ থেকে ঘটনার দিন রাত থেকে পূর্ণ সহযোগিতা করা হয়। পার্ক স্ট্রিট থানার তরফ থেকেও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মানসিক অসুস্থতার কারণেই দিলওয়ার হঠাৎই হোটেল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বলে পুলিশের অনুসন্ধানে স্পষ্ট।

আরও পড়ুন : থেকেও নেই রাজ্যপাল!

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics