তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : আমেরিকান সংস্কৃতি নকল করায় আরও এক কোপ তালিবানের। ক্লিন শেভ গাল বানিয়ে ঝাঁ চকচকে হয়ে ঘোরার দিন শেষ। তালিবানি ফতোয়ায় স্পষ্ট বলা হয়েছে কোনওভাবেই মার্কিনী সংস্কৃতিকে নকল করা চলবে না। দাড়ি কামানো বা ছাঁটায় নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। সূত্রের খবর হেলমন্ড প্রদেশে ইতমধ্যেই জারি করা হয়েছে নয়া ফতোয়া। সেখানকার বিভিন্ন […]
চলবে না দাড়ি কাটা, নয়া তালিবানি ফতোয়া আফগানিস্তানে
