বিশ্বজিৎ পাল, রিপোর্টার : নিকাশি নালার অন্যতম হাতিয়ার বাগজোলা খালে জল উপচে গোটা এলাকা প্লাবিত জগতপুর নেতাজি পল্লী 9 নম্বর কলোনি বিস্তীর্ণ অঞ্চল এর বসতবাড়ি জলের তলায়। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বর্ষণ, চরম দুর্ভোগের মধ্যে বিধাননগর পৌরনিগমের 22 নম্বর ওয়ার্ড বাসিন্দারা, শুধু তাই নয় কাল থেকে জল ঢুকে পড়েছে বসতি এলাকায় তাতেই দুর্ভোগ স্থানীয়দের। […]
Depression : টানা বর্ষণের জেরে খালের জল উপচে গোটা এলাকা প্লাবিত
