নাজিয়া রহমান, রিপোর্টার : মেঘলা আকাশ আর অকাল বৃষ্টি কাটিয়ে ফের রোদ ঝলমলে আকাশ। সপ্তাহ শেষে ফিরল শীত। শীতের আমেজে আনন্দে মাতল শহরবাসী।পৌষ মাসের শেষে পশ্চিমি ঝঞ্ঝার জেরে শীত বাধাপ্রাপ্ত হওয়ায় কিছুটা মনখারাপ হয়েছিল শীতপ্রেমীদের। মকরসংক্রান্তিতেও কনকনে ঠান্ডার আমেজ ছিল অধরা । মেঘলা আকাশ আর অকাল বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে বেশী। তবে […]
Weather Forecast : বৃষ্টিমাখা দিন কাটিয়ে মাঘের শুরুতে শীত ফিরল বঙ্গে।
