কলকাতা: লোকসভা ভোটে বেশ কিছুটা ধাক্কা খাওয়ার পর কাল ২১শের মঞ্চে ২১-এর অঙ্ক কষে ফেলতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। কোন পথে নির্মান হবে রণকৌশল, দিশা দেখাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ২১ কে নজরে রেখেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কর্মী সমর্থকরা দলে দলে পা মিলিয়ে এগিয়ে আসছেন কলকাতার উদ্দেশ্যে। তাদের গন্তব্য সল্টলেকের সেন্ট্রালপার্কে অস্থায়ী দলীয় শিবির। […]
২১শের লক্ষ্যে ২১ শের আহ্বানে শহরমুখী “সবুজ মিছিল” …
