কলকাতা: জোয়ারের টানে ভেসে গিয়েছে আহেরিটোলা ঘাটে জেটি। ঘটনার দু দিন কেটে গেলেও এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বন্ধ রয়েছে জেটির গেট। তবে জোরকদমে চলছে কাজ। রবিবার দুপুরে জোয়ারের টানে ভেঙে পড়ে আহেরিটোলা ঘাটের জেটি। ঘটনার গুরুতর জখম হয়েছিলেন ২ জন। দ্রুততার সঙ্গে জেটি মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক শশী পাঁজা। প্রসঙ্গত, […]
গঙ্গার বানে ভেঙে যাওয়ার ২দিন পরেও অচল আহেরিটোলা জেটি….
