প্রবীর চ্যাটার্জীঃ মেষ রাশি – ব্যবসায় ঝুঁকি নেওয়া উচিত হবে না। অপ্রিয় সত্য-কথা না বলাই ভালো। কর্মস্থলে সতর্ক থাকুন। বন্ধুদের মাঝেই লুকিয়ে থাকতে পারে শত্রু। সতর্ক থাকুন। কঠোর পরিশ্রমে উন্নতির সম্ভাবনা।
বৃষ রাশি — প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা। কর্মস্থলে অনুকূল পরিবেশ থাকবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যাবসায় আয় বাড়বে। শেয়ার বা ফাটকায় লাভবান হতে পারেন।
মিথুন রাশি – কর্মস্থলে বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। অপ্রিয় সত্য-কথা না বলাই ভালো।ব্যবসায় বিনিয়োগের আগে গুরুজনদের পরামর্শ নিন। বন্ধু-বান্ধব ক্ষতির চেষ্টা করতে পারে। সতর্ক থাকবেন।
কর্কট রাশি –আলোচনার মাধ্যমে ব্যবসায় বিনিয়োগ করুন। নানা ব্যস্ততার মধ্যে দিনটি কাটলেও সব কাজই শেষ করতে পারবেন সঠিক সময়ে। দূরের কোনও বন্ধুর আগমনে আনন্দলাভ।
সিংহ রাশি — ব্যবসায় বিনিয়োগে লাভবান হতে পারেন। দূরের কোনও বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। কোনও শুভ অনুষ্ঠানে যোগদান। কর্মস্থলে নানা জটিলতা সত্ত্বেও আপনার বাধা হয়ে দাঁড়াবে না কিছু।
কন্যা রাশি – আপনার সৃষ্টিশীল কাজে মুগ্ধ থাকবেন সবাই। কর্মস্থলে প্রশংসা জুটতে পারে। শিল্পীদের কাজে দিনটি অত্যন্ত শুভ। দীর্ঘদিনের আটতে থাকা টাকা পেতে পারেন। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে।
তুলা রাশি — পরিকল্পনা করে কাজ করলে উন্নতির সম্ভাবনা।সহকর্মীদের সাহায্যে চাকরিতে উন্নতির সম্ভাবনা। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন আপনি। ব্যবসা গতানুগতিক।
বৃশ্চিক রাশি — ব্যবসায় আপনার লাভ কেউ আটকাতে পারবে না। নতুন বিনিয়োগের উপযুক্ত সময়। কর্মস্থলেও উন্নতির সম্ভাবনা।কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা। নতুন সুযোগ হাতছাড়া করা উচিত নয়।
ধনু রাশি — কর্মস্থলে উচ্চস্থানীয়দের প্রশংসা পেতে পারেন। সরকারি চাকরীতে উন্নতির সম্ভাবনা।সম্মান ও দায়িত্ব বৃদ্ধি। ভাবনা চিন্তা করে বিনিয়োগ করলে ব্যবসায় লাভের সম্ভাবনা।
মকর রাশি — আর্থিকভাবে খুব একটা লাভ না হলেও লোকসানের সম্ভাবনা নেই। দীর্ঘদিনের আটকে থাকা টাকা পেতে পারেন। মামলায় জয়লাভের সম্ভাবনা। কর্মস্থলে চাপ থাকলেও দুশ্চিন্তার কারণ নেই।
কুম্ভ রাশি – গুরুত্বপূর্ণ কাজ এদিনই শেষ করার চেষ্টা করুন। সহকর্মীদের সাহায্য পাবেন। কর্মস্থলে চাপ বাড়লেও সঠিক সময়েই কাজ শেষ করতে পারবেন।ব্যবসায় লাভবান হতে পারেন।
মীন রাশি –জমি-বাড়ি সংক্রান্ত ব্যবসায় উন্নতি সম্ভব। পেশাদারদের নানা সুযোগ আসবে। কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উন্নতির সম্ভাবনা।নতুন বিনিয়োগ করতে পারেন আজকের দিনে।