Date : 2024-04-27

উচ্ছ্বাস প্রকাশে বরখাস্ত !

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : ভারত পাক ম্যাচ নিয়ে উন্মাদনা বরাবরের। সেই নিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাসের অভাব থাকে না। কিন্তু উচ্ছ্বাস প্রকাশে কারো চাকরি যেতে পারে তা ভাবাই যায় না।রবিবার পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে।বিশ্বকাপের আসরে প্রথমবার।আর সেই জয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রাজস্থানের এক স্কুলের শিক্ষিকা।হোয়াটসঅ্যাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত স্টেটাসই কাল হল। বরখাস্ত করা হল ওই শিক্ষিকাকে। এই ঘটনা ঘটেছে রাজস্থানের উদয়পুরে।পাকিস্তান ১০ উইকেটে কোহলি বাহিনীকে হারানোর পরেই নাফিসা আটারি নামের শিক্ষিকা হোয়াটসঅ্যাপে একটি স্টেটাস দেন। সেখানে পাকিস্তানের দুই ওপেনারকে ব্যাট করতে দেখা যাচ্ছে টিভির পর্দায়। সেই ছবির তলায় নাফিসা লিখেছিলেন, ‘আমরা জিতেছি।’

সেই স্টেটাস চোখে পড়ে যায় নাফিসার এক সহকর্মী শিক্ষকের। তিনি জানতে চান, নাফিসা কি পাক সমর্থক। জবাবে নাফিসা জানিয়ে দেন, ”হ্যাঁ।” এরপরই সেই স্ট্যাটাসের স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়ে যায়। শুরু হয় বিতর্ক। বিষয়টি নজরে পড়ে যায় নীরজা মোদি স্কুল কর্তৃপক্ষের। পরে ওই স্কুলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, বিষয়টি নিয়ে বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাফিসাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ভারতবর্ষ ব্হু ভাষাভাষির দেশ। কিন্তু সেই জায়গায় এই কাজ নিঃসন্দেহে নিন্দনীয় বলেই মনে করছে অনেকে।