Date : 2024-04-26

মহমেডান স্পোর্টিং ক্লাবের নবনির্মিত গ্যালারি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মহমেডান স্পোর্টিং ক্লাবের নবনির্মিত গ্যালারি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার খেলা হবে দিবসে সাদা কালো শিবিরের নতুন ক্লাব তাঁবু উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস, সুজিত বসু, মহানাগরিক ফিরহাদ হাকিম। আগেই সরকারের তরফে তহবিলের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই তহবিল কাজে লাগিয়েই নবনির্মিত ক্লাব তাবু বড়ে তোলা হয়েছে একেবারে বিদেশী মোরকে। ক্লাবে এসে এবার স্টেডিয়ামের গ্যালারির কাজের জন্য আরও 60 লক্ষ টাকা আর্থিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। খেলা হবে দিবসে রাজ্যের ক্রীড়াদফতরসহ, কলকাতা পুলিশসহ বেশ কয়েকটি স্কলুকে পুরস্কৃত করা হয় স্বাধীনতা দিবস পালনের জন্য। একইভাবে শান ই মহমেডান সম্মান জানানো হয় গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়, আসলাম পারভেজকে। ক্লাবের তরফ থেকে দিদি লেখা জার্সি তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে। আগামি বছর থেকে মহমেডান যাতে আইএসএলেও খেলে, সেই জন্য ক্লাব কর্তাদের জানান মুখ্যমন্ত্রী। সভ্য সমর্থকদেরও আবেদন জানান ক্লাবের পাশে দাড়ানোর। প্রয়োজনে তিনি আরও সাহায্য করবেন ক্লাবকে, সেটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

বরাবরই ফুটবলকে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতোই মহমেডান স্পোর্টিংকে ভারতের শ্রেষ্ঠ আসনে দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা কালো শিবিরে এসে তাই গ্যালারির উদ্দেশ্য করে ফুটবলও ছোড়েন মুখ্যমন্ত্রী।