ওয়েব ডেস্ক: “ঠাগস অফ হিন্দুস্তান”-এর তরী ডোবায় বেশ চিন্তিত হয়ে পড়েন মিস্টার পারফেক্শনিস্ট। তাই এবার আর রিস্ক না নিয়ে পা বাড়িয়েছেন হলিউডি রিমেকের দিকে।
শনিবার আমির খান জানালেন তাঁর পরবর্তী সিনেমা লাল সিং চড্ডা-এর রিলিজ ডেট। পরের বছরই ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি।
লাল সিং চড্ডা আসলে টম হ্যাংসের জনপ্রিয় আমেরিকান সিনেমা ফরেস্ট গাম্পের রিমেক। আমিরের এই ছবিতে ডিরেক্টোরিয়াল ডেবিউ করছেন আদভাইত চন্দন।
ছবিতে আমিরকে দেখা যাবে পাগড়ি পরে এক অন্য লুকে। ছবির জন্য অনেক রোগাও হয়েছেন বলে শোনা যাচ্ছে, কমিয়েছেন ২০ কেজি ওজন। শেষ ছবি নিয়ে ক্রিটিক ও ফ্যানদের থেকে কুড়িয়েছিলেন খারাপ রিভিউ। তবে এবার অপেক্ষা লাল সিং চড্ডার।