নতুন বছরে রাজ্যের স্কুল শিক্ষার্থীদের জন্য সুখবর। কোভিড বিধি মেনে ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হতে পারে। মঙ্গলবার সরকারের এই ভাবনার কথাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার প্রশ্নে বুধবার উচ্চশিক্ষা দফতর বৈঠকে বসবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। নিউ নর্মালে রাজ্যে দোকান, বাজার, সরকারি-বেসরকারি অফিস, হোটেল, রেস্তোরাঁ, সেলুন, সিনেমা হল সবই খুলে গিয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের সুরক্ষার প্রশ্নে কোনওরকম আপসে রাজি নয় রাজ্য সরকার। স্কুল হোক বা কলেজ-বিশ্ববিদ্যালয়, প্রত্যেক ছাত্রছাত্রীর সুরক্ষা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। মঙ্গলবার সেকথাই বারবার জানান শিক্ষামন্ত্রী। স্কুলে যাওয়ার পরে কোনও শিক্ষার্থী কোনও কারণে সংক্রমিত হয়ে পড়লে সরকারকেই সবাই কাঠগড়ায় তুলবে। সংবাদ মাধ্যমকে সেকথাই স্মরণ করিয়ে দেন তিনি।