Date : 2024-04-26

বিধিনিষেধ বাড়ল 15ই অগাস্ট পর্যন্ত, থাকছে রাতে কড়াকড়ি

রাজ্যে ক্রমশই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ধরা পড়েছে করোনার ডেল্টা ও ইউকে স্ট্রেন। তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে করোনা সম্পর্কিত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল আগামি 15ই অগাস্ট পর্যন্ত। আগের মতোই বিধিনিষেধে কিছু ছাড় দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কী কী বিষয়ে কড়া বিধিনিষেধ বহাল রইল। কোন বিষয়ে ছাড় দেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্য সচিবের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে সরকারি ইনডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠান চালানো যেতে পারে।

তবে দর্শক সংখ্যা 50 শতাংশ নিয়ে চালাতে হবে অনুষ্ঠান। মেনে চলতে হবে করোনাবিধিনিষেধ বিষয়ক সকল নিয়ম।পাশাপাশি অফিসে করোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। এদিনের নির্দেশিকায় রাতের কারফিউতে জোর দেওয়া হয়েছে। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। তবে চিকিত্্সা ও জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কারফিউ চলাকালীন সময়ে। সব মিলিয়ে রাজ্যে করোনার তৃতীয় ঢেউকে আটকাতে বদ্ধপরিকর প্রশাসন।