Date : 2024-04-30

সায়ন্তনের বিস্ফোরক চিঠি নাড্ডাকে, বিজেপিতে কোন্দল তুঙ্গে।

সুচার মিত্র, সাংবাদিক : পঞ্চায়েত নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বিজেপি নিজেদের মতো করে সংগঠন গোছাতে মরিয়া, কিন্তু দলের মধ্যে দন্দ্ব যেন বিজেপিকে পিছু ছাড়ছে না। এবার দলের বিক্ষুব্ধ নেতা সায়ন্তন বসুর চিঠি সরাসরি দলের সর্বভারতীয় সভাপতি নাড্ডার কাছে, চিঠিতে বিজেপির পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করেছেন সায়ন্তন। দিলীপ ঘোষ কে সরিয়ে সুকান্ত মজুমদার আসার পর থেকেই দলে কোণঠাসা সায়ন্তন বসু।

যেভাবে বিজেপি চলছে তাতে আগামী দিনে বামেরাই মূল বিরোধী শক্তি হিসেবে উঠে আসবে বলে চিঠিতে উল্লেখ করেছেন সায়ন্তন বসু, আদি বিজেপি নেতার এই চিঠিতে দলের অন্দরেও তীব্র প্রতিক্রিয়া হতে শুরু করেছে। সায়ন্তন বসুর পাশে দাঁড়িয়েছেন বিজেপির আরেক নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, আদি নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে যা দলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলেই নাড্ডাকে দেওয়া চিঠিতে বিস্তারিত লিখেছেন সায়ন্তন। দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ও একাধিক অভিযোগ এনেছেন সায়ন্তন বসু। সায়ন্তনের বিস্ফোক চিঠিতে বিজেপিতে এখন নতুন করে দ্বন্দ্ব। এরপর বিক্ষুব্ধ নেতারাও নাড্ডাকে চিঠি লিখবেন বলে সূত্রের খবর। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের কোন্দল কাটিয়ে উঠে বিজেপি কি পারবে নির্বাচনে সাফল্য পেতে? বলবে সময়