Date : 2024-04-26

বিজেপির দুই বিধায়ক কি তৃণমূলের পথে ? চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

একদিকে যখন গঙ্গা আরতি নিয়ে বিজেপি নেতা কর্মিরা ব্যস্ত, ঠিক তখনই সবার অলক্ষ্যে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিসে দুই বিজেপি বিধায়ক। একজন দক্ষিণ বঙ্গের, আর একজন উত্তর বঙ্গের। যদিও তৃণমূল বা বিজেপি, দুই পক্ষ থেকেই এই খবরের সত্যতা স্বীকার করা হয় নি।

মাস খানেক আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকা কাঁথিতে এক সভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমরা পাঁচ সেকেন্ডের জন্য দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে।” পরবর্তীকালে তিনি এটাও বলেছিলেন যে পাঁচ সেকেন্ড নয়, একটু বড় করেই দরজা খুলবেন। মঙ্গলবার কি তার‌ই কার্টেন রেইজার ছিল ? সূত্রের খবর, এদিন দুপুরে বিজেপির পশ্চিম মেদিনীপুর এর এক তারকা বিধায়ক দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে‌। বেশ কিছুদিন ধরেই দলের কর্মসূচিতে তাঁকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। টলিউডে কাজ করা এই নায়ক নাকি বিজেপির কার্যকলাপে বীতশ্রদ্ধ। তিনি নিজেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই বিধায়কের পাশাপাশি উত্তরবঙ্গের দুইজন বিজেপি বিধায়কের নাম শোনা যাচ্ছে। তারমধ্যে একজন প্রাক্তণ সিপিএম, আরেকজন প্রাক্তণ তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে এই দুই জনের মধ্যে একজনের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা খুব উজ্জ্বল। বিধানসভার বাজেট অধিবেশনের আগেই সম্ভবতঃ তাঁরা এক ফুল ছেড়ে জোড়া ফুলে চলে আসতে পারেন। তৃণমূল কংগ্রেসের ওই সূত্রটি এটাও জানাচ্ছে যে সব কিছুই নির্ভর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের উপর। এখন দেখার বিষয় এটাই যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই দল বদল পর্ব হয়ে যায় কি না।