Date : 2024-04-29

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি এবার বইমেলায়।

নাজিয়া রহমান, সাংবাদিক : ভুতের রাজা দিল বর, ফেলুদা ৫০, নায়ক কিংবা জয়বাবা ফেলুনাথ। ছোটো থেকে বড় প্রত্যেকের প্রিয়। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি এবার বই আকারে মিলছে বইমেলায়। যা মন কেড়েছে সত্যজিৎ প্রেমীদের।

শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার ৪৭ তম বর্ষ। এবারের বই মেলায় বইপ্রেমীদের কাছে অন্যতম আর্ষনীয় হয়ে উঠেছে ৩৩৪ নম্বরের স্টলটি। যেখানে পাওয়া যাচ্ছে সত্যজিৎ রায়ের রচিত চিত্রনাট্যগুলি বই আকারে। বাস্তব জীবনের কল্পনাকে রূপোলি পর্দায় ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত ছিলেন সত্যজিৎ রায়। তাঁর রচিত ও নির্দেশিত ফেলুদা , নায়ক, জয় বাবা ফেলুনাথ সহ একাধিক চিত্রনাট্য বই আকারে পাওয়া যাচ্ছে বইমেলায়।

সত্যজিৎ রায় বাঙালির কাছে আবেগ। তাঁর পরিচালিত সিনেমা দেখেনি এমন বাঙালি নেই। বইমেলায় এসে সিনেমার পর্দায় দেখা প্রিয় নায়ককে নিয়ে সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা চিত্রনাট্যের রূপে দেখে খুশি বইপ্রেমীরা।

এতদিন মানুষ সিনেমার পর্দায় সত্যজিৎ রায়ের পরিচালিত সিনেমাগুলি দেখতে পেতেন। এবার সিনেমার সেই ছবি সহযোগে বই আকারে হাতে পেয়ে আনন্দিত সত্যজিৎ প্রেমী মনুষেরা।

পরিচালক হিসেবে সিনে জগতের গতিধারায় ভিন্ন ইতিহাস তৈরি করেছিলেন সত্যজিৎ । তাঁর রচিত সেই ইতিহাস এবার বই আকারে। যা মন কেড়েছে বইপ্রেমীদের।