Date : 2024-05-04

রোগীকে চিন্তামুক্ত রাখতে এবার অপারেশন থিয়েটারেও মিউজিক থেরাপি

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: আজ ওয়ার্ল্ড মিউজিক ডে। গান শুনতে আমরা সবাইই ভালোবাসি। মন ভালো কিংবা খারাপ গান কিন্তু আমাদের সঙ্গী হয়। তবে এবার চিকিৎসাতে ব্যবহার হচ্ছে গান৷ শুধু তাই নয় রোগীর মন ভালো রাখতে, রোগীকে চিন্তামুক্ত রাখতে অপারেশন থিয়েটার আইসিইউতেও এবার মিউজিক থেরাপি। একসঙ্গে সেখানে গলা মেলাচ্ছেন রোগী এবং চিকিৎসক সুমন্ত ঠাকুর।

ক্যানসার আক্রান্ত রোগী হোক কিংবা দূঘটনাগ্রস্ত রোগী সবার ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে এই থেরাপি। মিউজিক থেরাপি চলাকালীন কেমো নিতে চলা স্ত্রীর পাশে হাত ধরে আশ্বাস দিচ্ছেন স্বামী। এ দৃশ্য বড্ড মন ভালো করা।

এক রোগীর স্বামী জানাচ্ছেন এই ব্যবস্থায় তিনি অভিভূত। ক্যান্সার হলেই কমবেশি সবারই ভয় হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তার ক্ষেত্রে এই মিউজিক থেরাপি ভীষণ ভাবে কাজে লাগছে। এমনকি অপারেশন থিয়েটারেও রোগীকে ভয়মুক্ত করতে এই থেরাপি কাজে লাগানো হচ্ছে। সাড়াও মিলছে ভালোই।

শুধু তাই নয়, আইসিইউতেও এই থেরাপি চলছে। যেখানে স্বয়ং রোগী গলা মেলাচ্ছেন। থাকছেন চিকিৎসকও। অলিরও কথা শুনে বকুল হাসে হোক কিংবা লালমাটির সরানে, মন ভালো রাখতে শোনা যাচ্ছে একের পর এক গান।