Date : 2024-04-28

রান্নাঘরের জিরেয় ফিরুক চুলের হাল

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: রান্নাঘরে থাকা খুব সামান্য কিছু উপাদানেই ফিরতে পারে চুলের হাল। সবার পক্ষে পারলার গিয়ে স্পা করানো সম্ভব নয় তাই ঘরোয়া উপাদানেই সুন্দর কালো থাকুক আপনার চুল

রান্নাঘরে থাকা কালো জিরে যে চুল ভালো রাখার দারুণ উপাদান সেটা কি জানেন? আজকাল অনেকেই অকালপক্কতার সমস্যায় ভোগেন সেই জায়গায় যদি চুলে জিরে ব্যবহার করেন তাহলে দারুণ কাজ হবে কিন্তু

জিরের জলকে আপনি ব্যবহার করতে পারেব হেয়ার মাস্ক হিসাবে। এই অ্যান্টি ইনফ্লেমমেটরি উপাদান আপনার স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। জিরে ভেজানো জল দিয়ে চুল ধুলে খুশকি সহ চুলের সব সংক্রমণও দূর হয়ে যাবে এবং চুল পড়াও রোধ করতে সহায়তা করে জিরের জল।

কালোজিরের তেল নিয়মিত ব্যবহারে নতুন চুল গজায়। চুলের ফলিকগুলো শক্তিশালী হয়ে ওঠে। এই তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। এ ছাড়াও মাথার ত্বকের শুষ্কতা কমায়, যার ফলে দ্রুত চুল পড়া বন্ধ হয়।প্রথমে কালোজিরে দিয়ে ফোটানো তেল হাতে নিন। এবার আরেক হাতের আঙুলের সাহায্যে মাথার চুল কম আছে এমন অংশে অথবা টাক স্থানে ১৫ মিনিট রেখে ম্যাসেজ করুন। আধা ঘণ্টা পরে ধুয়ে ফেলুন।