ওয়েব ডেস্ক:- রাজ্য পুলিশের স্টাফ অফিসার পদে ১২৫ জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- যে কোন বিভাগে গ্রাজুয়েট।
শূন্যপদ- স্টাফ অফিসার কাম ইন্সট্রাকটার, ডিসারস্টার অফিসার সহ একাধিক শূন্য পদে নিয়োগ হবে।
বেতন- ৭০০০ টাকা থেকে বেতন শুরু ৩৭,৬০০ টাকা
প্রার্থীর ভাষা:- প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে। যদিও দার্জিলিং ও কালিম্পং সাব ডিভিশনের নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
বিস্তারিত জানতে- www.wbpolice.gov.in