Date : 2024-04-27

হাইকোর্টে মিলল না স্বস্তি শিক্ষক ঐক্য মঞ্চের সম্পাদকের।

স্নেহাশীষ চট্টোপাধ্যায়, রিপোর্টার : শিক্ষিকাদের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুলিশের তৎপরতায় হাইকোর্টের দ্বারস্থ হন মইদুল ইসলাম।
মইদুল ইসলামের মামলায় এই মুহূর্তে শুনানির প্রয়োজন নেই। রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানালেন একটি এফআইআর দায়ের করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশ মইদুল ইসলামের বাড়িতে গেছিল গ্রেপ্তার করতে। কিন্তু তাকে গ্রেফতার না করে পুলিশ ফিরে এসেছে। পুলিশের এই প্রক্রিয়ার বিষয়ে থানাতেও একটি জেনারেল ডায়েরি করা হয়েছে। মঈদুলের বিরুদ্ধে পুলিশ ৩০৭ধারা অভিযোগ এনেছে।
মঈদুলের ভাইয়ের পক্ষ থেকে দাবি করা হয় যে আদালত তাকে রক্ষাকবচ দিক।
বিচারপতি রাজ শেখর মান্থা জানিয়ে দিলেন যেহেতু রাজ্যের এডভোকেট জেনারেল আশ্বস্ত করেছেন যে তাকে গ্রেফতার করেনি পুলিশ ফিরে এসেছে তাই এই মুহূর্তে এই মামলার শুনানির কোন প্রয়োজন নেই।
যদি কোন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সে ক্ষেত্রে আবেদনকারী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আদালত পরবর্তীকালে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করবে।