Date : 2024-04-28

আয় বহির্ভুত সম্পত্তির অভিযোগে আরো এক তৃনমূল বিধায়কের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি! নোটিশ পাঠাতে নির্দেশ হাই কোর্টের

আয় বহির্ভুত সম্পত্তির অভিযোগে আরো এক তৃনমূল বিধায়কের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি! নোটিশ পাঠাতে নির্দেশ হাই কোর্টের

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : এবার আয় বহির্ভুত সম্পত্তির অভিযোগে আরো এক তৃনমূল বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের ই ডি তদন্তের দাবি জানানো হয়েছে মামলায়। অভিযোগ বিধায়ক হওয়ার পর লাগামহীন সম্পত্তির মালিক হয়েছেন খোকন। অভিযোগের ভিত্তিতে আপাতত খোকন দাস কে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
মামলায় তথা ওই এলাকার বাসিন্দা বিধান চন্দ্র কুন্ডুর অভিযোগ, এর আগে দুবার কাউন্সিলর ছিলেন খোকন দাস। কিন্তু বিধায়ক হওয়ার পর তার সম্পত্তি বেড়েছে বহুগুণ। এই সম্পত্তির উৎস কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলকারী।
বৃহস্পতি বার মামলার শুনানিতে মামলকারির আইনজীবী প্রশ্ন তোলেন, মাত্র পাঁচ বছরে হিসেব বহির্ভূত সম্পত্তি কিভাবে তৈরী করলেন বিধায়ক তাঁর তদন্ত প্রয়োজন। তিনি দাবি করেন ইডির কাছে লিখিত অভিযোগে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। তিনি আরো অভিযোগ করেন, খোকন দাসের স্ত্রী বুরদান পুরসভার ভাইস চেয়ারম্যান। অভিযোগের প্রেক্ষিতে মামলার আগামী শুনানির দিন ইডি উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি খোকন দাস কে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার শুনানি।