Date : 2024-04-29

শিক্ষার অঙ্গরূপে ছাত্র ছাত্রীদের জন্য শহরে সিনেমার স্ক্রিনিং

সাংবাদিক – রাকেশ নস্কর : লেখা পড়ার পধ্যতি আরও সহজ হয়।যখন শুধুমাত্র বইয়ে পাতার লেখা নয়। শিশুদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিষয়ভিত্তিক ছবির ব্যবহার হয়। তাতে শিশুদের বুঝতে সুবিধা হয়। অনেক সময় সিনেমাও শিক্ষার অঙ্গরূপে ব্যবহার হয়। তেমনই ভাবনা রেখে কলকাতায় শিশুদের শিক্ষামূলক ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। টিচ ইন্ডিয়া সংস্থার উদ্যোগে বিভিন্ন স্কুল, এসজিও-এর ছাত্র ছাত্রীরা সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ছবির স্ক্রিনিংয়ের পর নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করলেন খুঁদে ছাত্র ছাত্রীরা । ছাত্র ছাত্রীদের জন্য “রেডি স্টেডি”, “দ্য কনফারেন্স অফ দ্য বার্ডস” ছবি দুটির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। বইয়ের পাতার বাইরেও শিশুদের সামাজিক বিকাশে এই ধরণের উদ্যোগ অনেক বড় গুরুত্ব বহন করে।
শিক্ষিকা কমলিকা সরকার জানালেন, “এই ধরণের উদ্যোগ আরও হওয়া উচিত। ছাত্র ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে অনেকটাই কর্যকরি হয়ে এই ধরণের ছবির স্ক্রিনিং”। শিক্ষিকা নীরাজনা চক্রবর্তী জানালেন, “সব কিছু না বুঝলেও অনেকটাই শিখতে পেরেছেন ছাত্র ছাত্রী। সিনেমার বিষয় সব শিশুরা অবগত না। তাই তাঁদের কৌতুহল ছিল ছবি দেখার ক্ষেত্রে। দেখে অনেক পরিস্কার হয়ছে তাঁদের ভাবনা“।

শিশু মনের জন্য এই ধরণের উদ্যোগ শিক্ষা প্রদানে সাহায্য করে। ছায়াছবির বিষয় অনেকটা অবগত হতে পারে শিশুরা।