Date : 2024-04-26

স্কুলের বাইরে ই- সিগারেট বিক্রি রুখতে কড়া নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

নাজিয়া রহমান, সাংবাদিক : স্কুলের বাইরে ই- সিগারেট বিক্রি রুখতে কড়া নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। ই-সিগারেট বিক্রি বন্ধ করতে স্কুলের প্রধান শিক্ষকদের সক্রিয়তা চাইল সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের বাইরে ই- সিগারেট জাতীয় নেশার দ্রব্য যাতে বিক্রি না হয়, সে বিষয়ে প্রধান শিক্ষকদের বিশেষ নজর রাখতে হবে। শিক্ষা মন্ত্রকের পুরনো একটি অর্ডারের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সিগারেট, ক্ষতিকারক তামাকের নেশা থেকে তরুণ সমাজকে বাঁচাতে বাজারে আসে ই-সিগারেট। তবে এই ই- সিগারেট এখন মাথা ব্যাথার কারণ হয়েছে। একটি সমীক্ষায় ধরা পড়েছে ই-সিগারেট ভারতের তরুণ প্রজন্মের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করছে। এবার ধূমপানকারী এই ধরনের মেশিন ব্যবহার নিয়ে কড়া ব্যবস্থা নিল উচ্চশিক্ষা দফতর। স্কুল প্রাঙ্গণে ই-সিগারেট বা ইলেকট্রিক সিগারেটের মতো যে কোন ধরনের ধূমপানকারী গ্যাজেট ব্যবহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, স্কুল চত্বরে কোনও ধূমপানকারী মেশিনের ব্যবহার দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্কুলের কাছের দোকানে এই ধরনের ক্ষতিকারক জিনিস বিক্রি বন্ধ করার জন্য স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। স্কুল ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরেও যাতে বিক্রি না হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে।