Date : 2024-04-30

তীব্র দাবদহের হাত থেকে পড়ুয়াদের রেহাই দিতে মর্নিং স্কুল চালুর দাবি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের।

নাজিয়া রহমান, সাংবাদিক ঃ একদিকে ভোটের উত্তাপ। আর অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদহে নাজেহাল পরিস্থিতি। ৪০ ছুঁই ছুঁই শহর কলকাতার তাপমাত্রা। রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার করে ফেলেছে। ভোটের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে আসলেও তা পড়তে এখনও বেশ কয়েকদিন দেরি। মে মাসে ৯ তারিখের বদলে ৬ তারিখ থেকে পড়বে স্কুলে গরমের ছুটি। আবহাওয়া দপ্তরের বক্তব্য তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বমুখী থাকবে। বেলায় স্কুলে ক্লাস করতে এসে নাজেহাল হতে হচ্ছে পড়ুয়াদের। তাই গরমের ছুটির আগে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিটি জেলার পরিস্থিতি বিবেচনা করে মর্নিং স্কুল করা হোক। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের দাবি তুলেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

গতবছরও এর কথা মাথায় রেখে অতিরিক্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল। সিলেবাস শেষ করার জন্য পঠনপাঠনের জন্য অনলাইন ক্লাসের উপর ভরসা করা হয়েছিল। গরমের ছুটি পড়ার আগে পর্যন্ত কয়েকদিন মর্নিং স্কুলও চালু করা হয়েছিল তাই এবারও শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মর্নিং স্কুল চালু করা হোক,এমনটাই দাবি তুলছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তবে তাদের বক্তব্য রাজ্যের প্রতিটি জেলার পরিস্থিতি বিবেচনা করেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হোক। যেহেতু এবার ভোট রয়েছে তাই সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হোক বলেই মত এই সংগঠনের সদস্যদের।