উত্তর ২৪ পরগণা: পার্কিংকে কেন্দ্র করে হাওড়া আদালতের বাইরে পুরকর্মী ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত মেলেনি কোন রফা সূত্র। ২৫ তারিখের ঘটনার ১৮ দিন পরিয়ে গেলেও বহাল রেয়েছে কর্মবিরতি। শুধু হাওড়া আদালতেই নয়, এই ঘটনার জেরে কর্মবিরতি পালন করে রাজ্যের সমস্ত জেলা আদালত। ঘটনার প্রতিবাদ করে একইভাবে কর্মবিরতিতে সামিল হয়েছে উত্তর ২৪ পরগণা […]
কর্মবিরতিতে আদালত, গরমে নাজেহাল আসামিদের বিক্ষোভ…
