Date : 2024-04-27

শীত শেষ, তবু নাছোড়বান্দা খুশকি?

ওয়েব ডেস্ক: ক্যালেন্ডার থেকে বিদায় নিয়েছে শীত। শীতের পোশাকও ন্যাপথলিনে চাপা পড়ে বছরকার মতো শীতঘুমে গেছে।

কিন্তু রেখে গিয়েছে মাথাভরা খুশকি। তাই তো? বহু কিছু ব্যবহার করে দেখেছেন , কিন্তু সমাধান মেলেনি কিছুতেই।

বাজারচলতি নানা প্রোডাক্টের পর কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখুন, সুফল পেতেই পারেন…

পরিষ্কার শ্যাম্পু করা চুলে টকদই এবং নুনের মিশ্রণ লাগান। আধ ঘণ্টা অপেক্ষা করুন।

তারপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহেই হাতেনাতে ফল পাবেন।


সমপরিমাণ নারকেল তেল এবং পাতিলেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করে মাথায় লাগান।

২০ মিনিট পর ভালো করে শ্যাম্পু করে নিন। তবে কখনই এই তেল সারারাত মাথায় রাখবেন না।

সপ্তাহে দুদিন এই মিশ্রণ মাথায় লাগালেই আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

সারা রাত জলে মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন জল থেকে তুলে মেথিগুলো বেটে নিন।

টকদইয়ের সঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর শ্যাম্পু করুন। উপকার পাবেন কিছুদিনের মধ্যেই।

প্রথমে পিঁয়াজের রস, ডিমের সাদা অংশ ও পাতিলেবুর রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

মাথায় আধ ঘণ্টা লাগিয়ে শ্যাম্পু করে নিন। ব্যবহার করে দেখুন। হতেই পারে এই ঘরোয়া টোটকায় পাততাড়ি গোটালো আপনার মাথাক খুশকি।