কলকাতা: সাত দফায় নির্বাচন ঘোষণা করে শেষ পর্যন্ত বিজেপিকে সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন, সোমবার নবান্ন থেকে বেরনোর সময় এমন অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি। লোকসভা নির্বাচন ২০১৯-এর নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে ৭ দফায় নির্বাচন হবে। কমিশনের এই সিদ্ধান্তে মানুষের ভোগান্তি বাড়বে বই কমবে না বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিকদের বলেন, “যা হয়েছে সবই বিজেপির গেম প্ল্যান। বিজেপি বাংলাকে ডিস্টার্ব করতে চায়।” মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসী হয়ে বলেন এর ফলে ৪২ এ ৪২ টা আসনই পেতে পারে তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের কর্মী সমর্থকরা প্রচার করতে শুরু করে দিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, বেশি সময় পাওয়ার ফলে ঘুরে ঘুরে প্রচার কাজ করতে পারবেন। এদিকে দলীয় সূত্রে খবর,পশ্চিমবঙ্গ পুলিশকে ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে রাখার দাবি জানিয়ে কমিশনের কাছে নালিশ জানাতে পারে বিজেপি। মুখ্যমন্ত্রীর এদিন সাত দফা ভোটের সমালোচনা করে বলেন, এপ্রিল মাসে প্রচন্ড গরমে সমস্যায় পড়তে পারেন সাধারন মানুষ।