কলকাতা: লোকসভা নির্বাচনের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। শুক্রবার বৈঠকের পরে- ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ্য করল বামফ্রন্ট ৷ কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট-জট অব্যহত। রায়গঞ্জ ও মুর্শিদাবাদে আসনে প্রার্থী ঘোষণা আগেই করেছিল বামফ্রন্ট।
শুক্রবার বৈঠকে পর আলিমুদ্দিন স্ট্রীটে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বসিরহাট এবং পুরুলিয়াতে লড়বে বামপ্রার্থীরা ৷
এদিন সাংবাদিিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, “যদি কংগ্রেস মনে করে বসিরহাট ও পুরুলিয়ায় প্রার্থী দিয়ে তারা জিতবেন তবে একক ভাবে তারা তা করতেই পারেন।”
এছাড়া বামফ্রন্টের তরফে জানানো হয়েছে কংগ্রেসের জেতা চারটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। দার্জিলিঙে বাম-কংগ্রেস সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ প্রার্থী দাঁড় করানো হবে।
এক নজরে দেখে নেওয়া যাক কোথা থেকে কে প্রার্থী হচ্ছেন –
এছাড়া শরিকদের জন্য ৯ টি আসন ছেড়ে দিয়েছে বামফ্রন্ট। বাকি ১২টি আসনে সমঝোতা হবে কংগ্রেসের সঙ্গে।
এদিন প্রার্থী তালিকা ঘোষণার পরেই মেটিয়াবুজ থেকে প্রচারের প্রস্তুতি নিচ্ছেন ডায়মন্ডহারবার কেন্দ্রের প্রার্থী ফুয়াদ হালিম।