Date : 2024-04-26

তীব্র দাবদাহের শহরে চলমান বাগান

কলকাতা: রাজনীতির তপ্ত ভাষণ আর উর্ধ্বমুখী তাপমাত্রায় পুড়ছে গোটা রাজ্যে। একটু ছায়া বা ঠান্ডা বাতাসের প্রতীক্ষায় আছেন সকলেই। কর্ম ব্যস্ত জীবনে সকাল সকাল গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে ভরসা যানবাহন। যাত্রীদের স্বস্তিতে গন্তব্যে পৌঁছে দিতে অভিনব উদ্দ্যোগ শহরের এক অটোচালক বিজয় পালের।

তার অটোয় সওয়ার হলে চাদি ফাটা রোদ্দুর থেকে একটু শান্তির ছায়া মিলবে। পঞ্চাশোর্ধ্ব এই অটোচালকের অটোটি দেখলে মনে হবে সাজানো একটি বাগান। কি নেই সেই বাগানে।

কচি ঘাস, ফুল-ফল, শাক-সব্জির রকমারি গাছে ঢাকা বিজয় বাবুর ছোট্ট অটোর ছাদ। প্রবল গরমে স্বস্তি পেয়ে অনেক যাত্রীর মুখেই শোনা গেল প্রশংসা। অটোচালক বিজয় ছোট থেকেই গাছের প্রতি যত্নবান। কংক্রিটের জঙ্গলে ঢাকা শহরের বুকে চলমান বাগানটি বিজয়বাবু নিজেই দেখভাল করেন। এম জি রোড থেকে ফুলবাগান, রুজির টানে অটো চালান বিজয়বাবু আর অবসর সময় কাটান গাছের পরিচর্যা করে। অটোতে গাছ লাগিয়ে শহরবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। দূষণের যুগে পরিবেশ সচেতনতার সবচেয়ে বড় বার্তা মানুষের কাছে তুলে ধরতে গাছ লাগানোর প্রচার করে চলেছে বিজয় বাবুর অটোমেটিক বাগান।