Date : 2022-09-26

দেশে নিম্নমুখী করোনার গ্রাফ

ওয়েব ডেস্কঃ গত কয়েকমাসে এই প্রথম। দেশে কমল করোনার গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন, ১ লক্ষ ৬৩৬ জন। রবিবার এই সংখ্যা ছিল আরও বেশি এবং তার পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। করোনা থেকে মুক্ত হয়েছেন, ১লক্ষ ৭৪ হাজার ৩৯৯ জন। গত দুমাসে আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন। যা অনেকটাই স্বস্তি দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানের কথায়, দেশে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। যা এই মুহূর্তে ১৪ লক্ষ ১ হাজার ৬০৯। মোট করোনা রোগী ২ কোটি ৮৯ লক্ষ ৯৯০৬। মৃত্যু হয়েছে মোট ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জনের। কমছে দৈনিক মৃত্যুও। গত কয়েকদিনে সংক্রমণ কমলেও, মৃত্যুতে সেভাবে রাশ টানা যাচ্ছিল না। ফলে উদ্বেগ বাড়ছিলই। কিন্তু সোমবারের পরিসংখ্যানে বদলে গেল এর চেহারা। রবিবারের তুলনায় তা কমল অনেকটাই।